নয়াদিল্লি: অনিল অম্বানির রিলায়েন্স কমিউনিকেশনস বা আরকম মোটেই ভাল চলছে না। কিন্তু আসার সঙ্গে সঙ্গে বাজার ধরে নিয়েছে দাদা মুকেশের রিলায়েন্স জিও। এই পরিস্থিতিতে মুকেশ অম্বানি ছোট ভাই অনিলকে ২৩,০০০ কোটি টাকার সাহায্য দিলেন!
আরকমের মাথায় ধারের বোঝা প্রায় ৪৫,০০০ কোটি টাকার। রয়েছে দেউলিয়া হওয়ার ভয়। এই সময়ে বাবা ধীরুভাই অম্বানির জন্মদিনে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মুকেশ। তাঁদের মধ্যে হওয়া চুক্তির খুঁটিনাটি এখনও জানা যায়নি তবে মনে করা হচ্ছে, স্পেকট্রাম, টাওয়ার ও অপটিক পাইবার অ্যাসেট সংক্রান্ত বোঝাপড়া হয়েছে দুই ভাইয়ের মধ্যে। এর ফলে টেলিকম বাণিজ্য থেকে বেরিয়ে গেল আরকম, এর আগে নভেম্বরের শেষে ২জি ও ৩জি পরিষেবা বন্ধ করে দেয় এই সংস্থা। এখন থেকে তারা থাকবে শুধু এন্টারপ্রাইজ ব্যবসায়, সম্পত্তি বিক্রিও করবে।
২০০৫-এ দাদা মুকেশের সঙ্গে পৈত্রিক সম্পত্তি নিয়ে তিক্ত অশান্তির পর আরকমের মালিকানা পান অনিল অম্বানি। ২০১০-এ এটি দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল অপারেটর ছিল।
জানুয়ারি থেকে মার্চের মধ্যে জিও ও আরকমের মধ্যে যাবতীয় বোঝাপড়া সম্পূর্ণ হবে বলে মনে করা হচ্ছে।
বাবা ধীরুভাই অম্বানির জন্মদিনের উপহার, ভাই অনিলকে ২৩,০০০ কোটি টাকার সাহায্য মুকেশের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Dec 2017 08:41 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -