কুঁয়ার বাঈ হলেন ছত্তীসগড়ের এক মহিলা, যিনি ছাগল বিক্রি করে সংসার চালাতেন। কিন্তু গ্রামে শৌচাগার তৈরির জন্যে সেই ছাগল তিনি বিক্রি করে এক অন্যন নজির গড়েন। তাঁর এই কর্মকাণ্ডই তাঁকে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা তৈরি করেছেন। যে গ্রামের বাসিন্দা কুঁয়ার, সেখানে প্রথম শৌচাগার তৈরি করা হয় মাত্র পনেরো দিনে, ২২ হাজার টাকার বিনিময়। স্বচ্ছ ভারত অভিযানে ওই মহিলার অবদান ভোলার নয়, মন্তব্য মোদীর। তবে এই বছরের শুরুতে তাঁর মৃত্যু হয়। যদিও তিনি তাঁর কাজের জন্যে থেকে গিয়েছেন প্রধানমন্ত্রীর হৃদয়ে।
তবে শুধু নিজের অনুপ্রেরণা নয়, প্রত্যেক দেশবাসীকে তাঁদের জীবনের সেই মহিলাকে নিয়ে কয়েক লাইন লেখার আবেদন করেছেন মোদী, যাঁরা তাঁদের জীবনের অনুপ্রেরণা।