নরেন্দ্র মোদী টুইট করে বলেছেন,
১৯ বছর আগে আজকের দিনে বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্বে পোখরানে পরপর ৫টি পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণের প্রথমটি করে ভারত। এ ব্যাপারে নরেন্দ্রমোদী ডট ইন ওয়েবসাইটে মোদীর এক পুরনো বক্তৃতার উল্লেখ করা হয়েছে। তাতে তিনি বলেছেন, সফল ওই পরমাণু পরীক্ষাগুলি গোটা বিশ্বের সামনে ভারতের শৌর্যকে তুলে ধরে, বিজ্ঞানীরা গর্বিত করেন দেশকে। প্রথমে আন্তর্জাতিক দুনিয়া আমাদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। কিন্তু ঠিক দুদিন পর ফের পরমাণু পরীক্ষার কথা বলেন বাজপেয়ী। তা পরিষ্কার বুঝিয়ে দেয়, তিনি ছিলেন ভিন্ন ধাতুতে গড়া। অন্য কোনও দুর্বল প্রধানমন্ত্রী হলে তিনি হয়তো ভয় পেয়ে যেতেন। কিন্তু অটলজি ছিলেন সবল চরিত্রের মানুষ। তাঁকে ভয় দেখানো যায়নি।
পরমাণু পরীক্ষা নিরূপদ্রবে করতে দেওয়ার জন্য পোখরানের বাসিন্দাদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।