ট্রেন্ডিং

মমতার ক্ষোভের পরেই রিজিজুর ফোনে নাটকীয় পালাবদল, পাঠান OUT, অভিষেক IN

দাঙ্গা নিয়ে ফের নাম না করে বিজেপিকে নিশানা মমতার

মানব পাচার মামলায় দুই বাংলাদেশির বিরুদ্ধে কঠোর শাস্তি ঘোষণা, কী সিদ্ধান্ত NIA এর বিশেষ আদালতের ?

'অপারেশন সিঁদুর'-এর সাফল্য় প্রচার, বিশ্বের দরবারে পৌঁছবে সর্বদলীয় প্রতিনিধি দল

প্রকাশ্যে লরিচালকদের থেকে তোলাবাজির অভিযোগ, ঝড়ের গতিতে ভিডিও ভাইরাল
পাকিস্তানের পর্দাফাঁসে এবার কেন্দ্রের হয়ে বিশ্বের দরবারে যাচ্ছেন অভিষেক
আজ পোখরান দিবস, প্রধানমন্ত্রী মোদী কুর্নিশ জানালেন বাজপেয়ীর 'সাহস'কে
Continues below advertisement

নয়াদিল্লি: জাতীয় প্রযুক্তি দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষভাবে প্রশংসা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর 'সাহসে'র। ১৯৯৮-এ এ দিনে তাঁর সবুজ সঙ্কেতেই গোটা বিশ্বের অগোচরে পোখরান পরমাণু পরীক্ষা হয়।
নরেন্দ্র মোদী টুইট করে বলেছেন,
১৯ বছর আগে আজকের দিনে বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্বে পোখরানে পরপর ৫টি পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণের প্রথমটি করে ভারত। এ ব্যাপারে নরেন্দ্রমোদী ডট ইন ওয়েবসাইটে মোদীর এক পুরনো বক্তৃতার উল্লেখ করা হয়েছে। তাতে তিনি বলেছেন, সফল ওই পরমাণু পরীক্ষাগুলি গোটা বিশ্বের সামনে ভারতের শৌর্যকে তুলে ধরে, বিজ্ঞানীরা গর্বিত করেন দেশকে। প্রথমে আন্তর্জাতিক দুনিয়া আমাদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। কিন্তু ঠিক দুদিন পর ফের পরমাণু পরীক্ষার কথা বলেন বাজপেয়ী। তা পরিষ্কার বুঝিয়ে দেয়, তিনি ছিলেন ভিন্ন ধাতুতে গড়া। অন্য কোনও দুর্বল প্রধানমন্ত্রী হলে তিনি হয়তো ভয় পেয়ে যেতেন। কিন্তু অটলজি ছিলেন সবল চরিত্রের মানুষ। তাঁকে ভয় দেখানো যায়নি।
পরমাণু পরীক্ষা নিরূপদ্রবে করতে দেওয়ার জন্য পোখরানের বাসিন্দাদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
Continues below advertisement
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে