নয়াদিল্লি:  নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাঁর জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে একাধিক টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি বলেছেন, ভারতকে ব্রিটিশ শাষন থেকে মুক্ত করতে নেতাজির অবদান অনস্বীকার্য। এছাড়া এবার থেকে নেতাজি সংক্রান্ত সমস্ত ক্লাসিফায়েড ফাইল পাওয়া যাবে ওয়েবসাইটে, টুইটে জানিয়েছেন মোদী।





 




তৎকালীন সময় ভারতের সাধারণ মানুষ,সমাজের উন্নয়নের জন্যে নেতাজির অবদান অনস্বীকার্য। সেই রকম এক ব্যক্তিত্বের জীবন, তাঁর সংগ্রাম, তাঁর লড়াইয়ের কথা আমজনতার দাবি মেনে এই সরকার প্রকাশ করতে সক্ষম হওয়ায় তিনি গর্বিত।গত একবছরে জনতার দাবি মেনে নেতাজি সংক্রান্ত একের পর এক ফাইল প্রকাশ করেছে বর্তমান সরকার। এবার সেই ফাইলকে আমজনতার জন্যে ইন্টারনেটে সহজলভ্য করে দিল কেন্দ্রীয় সরকার।