নয়াদিল্লি:  সুর চড়িয়ে নোট ইস্যুতে সংসদের সামনে ধর্নায় তৃণমূল। প্ল্যাকার্ড-কালো পোশাকের মাধ্যমে প্রতিবাদ। দুপুর পৌনে একটায় রাষ্ট্রপতিভবনের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হবে মিছিল।

বেলা ১২টা ৪৫ মিনিটে শুরু হবে মিছিল। তার আগে সংসদ ভবন চত্বরে কালো পোশাকে, প্ল্যাকার্ড হাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। আজ মমতার সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন শিবসেনা ও ন্যাশনাল কনফারেন্সের প্রতিনিধিরাও। সঙ্গে নেই কংগ্রেস ও বামেরা।এদিকে, শিবসেনা নিয়ে আপত্তি থাকায় আপেরও রাষ্ট্রপতি ভবনে যাওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে।