নয়াদিল্লি: বাজেট অধিবেশনে যোগ দিয়েই মোদি সরকারের বিরুদ্ধে ফের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব তৃণমূল। রাজ্যসভা থেকে ওয়াক আউট। তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। এই সংঘাত আসলে লোক দেখানো, কটাক্ষ সিপিএমের।
প্রথম দু’দিন বয়কট। বাজেট অধিবেশনের তৃতীয় দিনে উপস্থিত হয়েই মোদী সরকারকে নিশানা করল তৃণমূল। রাষ্ট্রপতির ভাষণের পর বৃহস্পতিবার আলোচনা শুরুর আগে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রসঙ্গে তুলে, রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে সরব হয় তৃণমূল।
ইডি আধিকারিকের সঙ্গে রোজভ্যালি কর্ণধারের স্ত্রীয়ের সম্পর্কের অভিযোগ নিয়েও এদিন সরব হয় তৃণমূল। রাজ্যসভা থেকে ওয়াক আউট করে তারা।
তৃণমূলের রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি।
তৃণমূল ও মোদী সরকারের এই সংঘাতের পিছনে অন্য গন্ধ পাচ্ছে সিপিএম।
রাষ্ট্রপতির ভাষণের উপর এ দিন বেশ কয়েকটি সংশোধনী জমা দেন সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, সারদা, রোজভ্যালি-সহ বিভিন্ন বেআইনি আর্থিক লগ্নি সংস্থায় টাকা রেখে, লাখো মানুষ সর্বস্বান্ত হয়েছে। শতাধিক মানুষ আত্মহত্যা করেছে। এটা জ্বলন্ত সমস্যা। বিষয়টি রাষ্ট্রপতির ভাষণে যুক্ত করা হোক।
বাজেট অধিবেশনে যোগ দিয়েই মোদী সরকারের বিরুদ্ধে প্রতিহিংসার অভিযোগ, রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূলের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
02 Feb 2017 07:47 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -