সাতারা: বরযাত্রীদের সকলের পরনে টিশার্ট আর ট্র্যাক প্যান্ট। কনেপক্ষেরও তাই। বিয়ের ঝলমলে ধুতি-শাড়ি, গয়নাগাটির বদলে হবু বর বউও পরে আছেন দৌড়ের পোশাক। একটু পরেই শুরু হল দৌড়। ২৫ কিলোমিটার ম্যারাথন ছুটে বর কনে পৌঁছে গেলেন সাতারা শহরে, ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে।
এভাবেই বিয়ে সারলেন সাতারার কালোশি গ্রামের নভনত দিঘে। তিনি ও তাঁর স্ত্রী পুনম- দু’জনেই ফিটনেস ফ্রিক, ভালবাসেন দৌড়তে। নভনত অন্তত ৩ বছর ধরে সাতারা ম্যারাথন অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। পুনমও তাই। নিজেদের সংগঠনের হয়ে ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতায় তাঁদের আলাপ। বিয়ের সিদ্ধান্ত যখন নেন, তখনই ঠিক করেন, সমাজে সুস্থ থাকার বার্তা প্রচার করতে এভাবে ‘ম্যারাথন’ বিয়ে সারবেন তাঁরা।
নভনতের একটি প্রিন্টার মেরামতির দোকান রয়েছে। কিন্তু তাঁর নেশা ম্যারাথন। অ্যাসোসিয়েশনের অন্যতম সেরা দৌড়বীর নভনত এখনও পর্যন্ত ৮টি ম্যারাথনে যোগ দিয়েছেন।
তিনি জানিয়েছেন, বিয়ে ঠিক হওয়ার পর বন্ধুরা মজা করতেন, ম্যারাথন দৌড় সেরেই বিয়ে করবেন তাঁরা। তখনই ঠিক করেন, বিয়ে এভাবেই হোক। নভনতের কথায়, তিনি বিয়ে উপলক্ষ্যে টাকা নয়ছয়ের বিরোধী। চেয়েছিলেন কম খরচে বিয়ে করতে। তাই ম্যারেজ রেজিস্ট্রারকে বাড়িতে ডেকে খরচ বাড়ানোর বদলে নিজেরাই এক দৌড়ে পৌঁছে গেলেন তাঁর অফিসে। বিয়েও হল আবার কসরতও হল!
বিয়ে বলে কথা! ২৫ কিলোমিটার ম্যারাথন দৌড়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন মহারাষ্ট্রের এই দম্পতি
ABP Ananda, Web Desk
Updated at:
04 Feb 2017 02:21 PM (IST)
ফাইল ছবি
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -