উদয়পুর: বিয়ে করে শ্বশুরবাড়ি যাবার পথেই নববধূকে অপহরণ করল প্রেমিক। ঘটনাটি ঘটে হিরানমাগরী পুলিশ স্টেশনের সাবিনা স্টেশনের কাছে।
পুলিশ সূত্রে খবর, টিটারডি এলাকায় সোমবার বিয়ে হয় ওই যুবক-যুবতীর। বিয়ের অনুষ্ঠান শেষ করে যথারীতি বরের বাড়িতে যাচ্ছিলেন নববধূ বিনীতা। সঙ্গে কয়েকজন আত্মীয়ও ছিলেন। কিন্তু পথেই বিপত্তি। অভিযোগ, মাঝরাস্তায় কয়েকজন ছেলেকে সঙ্গে নিয়ে বরের গাড়ি থামায় অভিযুক্ত। বরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে অভিযুক্তরা। গাড়িটি ভাঙচুর করা হয়। এরপর বধূকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।
তদন্ত করে জানা গেছে, এর আগেও অভিযুক্তের সঙ্গে একবার পালিয়েছিল বিনীতা। যেখানে বিনীতার বিয়ে হয়েছে, সেই পাড়াতেই থাকে অভিযুক্ত। তবে এই ঘটনার সঙ্গে নববধূ যুক্ত কিনা তা নিয়ে তদন্ত করছে পুলিশ, যদিও পরিবারের দাবি, বিনীতাকে অপহরণই করা হয়েছে।
এই নিয়ে এক মাসে দুবার বধূ অপহরণের ঘটনা ঘটল রাজস্থানে। আত্মীয়ের বাড়ি যাওয়ার সময় বধূকে অপহরণ করে দেহরাদুনে নিয়ে পালিয়ে যায় তার প্রাক্তন প্রেমিক। এমনকি সেখানে বিয়ে করারও পরিকল্পনা ছিল তাদের।
বিয়ে করে শ্বশুরবাড়ি যাওয়ার পথে নববধূকে অপহরণ প্রেমিকের
web desk, ABP Ananda
Updated at:
07 May 2019 06:40 PM (IST)
বিয়ের অনুষ্ঠান শেষ করে যথারীতি বরের বাড়িতে যাচ্ছিলেন নববধূ বিনীতা। সঙ্গে কয়েকজন আত্মীয়ও ছিলেন। কিন্তু পথেই বিপত্তি। অভিযোগ, মাঝরাস্তায় কয়েকজন ছেলেকে সঙ্গে নিয়ে বরের গাড়ি থামায় অভিযুক্ত। বরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে অভিযুক্তরা। গাড়িটি ভাঙচুর করা হয়। এরপর বধূকে অপহরণ করে নিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -