নয়াদিল্লি: এবারের যোগদিবসে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে যোগাসন করবে লখনউয়ের ছাত্ররা। সিন্টি মন্টেসরি স্কুলের ৭২ জনের একটি দল আগামীকাল নিউ ইয়র্ক রওনা হচ্ছে। এ মাসের ২১ তারিখ ছাত্ররা পারফরম্যান্স দেখাবে।
সিন্টি মন্টেসরি স্কুলের প্রতিষ্ঠাতা জগদীশ গাঁধী বলেছেন, ‘রাষ্ট্রপুঞ্জে যোগ দিবসে পারফর্ম করার জন্য বিভিন্ন ক্লাসের ৭২ জন ছাত্রকে প্রশিক্ষণ দিয়েছি। রাষ্ট্রপুঞ্জের মহাসচিবও এই অনুষ্ঠানে হাজির থাকবেন। আগামীকাল রওনা দিচ্ছে ছাত্ররা। তারা নিউ ইয়র্কে থাকাকালীন সেখানকার বিভিন্ন জায়গা ঘুরে দেখবে। এই ছাত্ররা গত ১৯ মে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনে যোগাসন করেছিল। তাদের পুরস্কৃতও করা হয়। এবার ওরা যাচ্ছে রাষ্ট্রপুঞ্জে।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে ২০১৪ সালের ডিসেম্বরে রাষ্ট্রপুঞ্জ ঘোষণা করে, ২১ জুন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হবে। এবার ভারতে যোগ দিবসের সবচেয়ে বড় অনুষ্ঠানটি হবে লখনউয়ে। সেখানে মোদী, যোগী ছাড়াও থাকবেন ৫৫ হাজার মানুষ। লখনউ ছাড়াও এই অনুষ্ঠানের সম্ভাব্য কেন্দ্র হিসেবে ভোপাল, জয়পুর, আমদাবাদ, রাঁচি ও বেঙ্গালুরুর কথা ভাবছিল সরকার। তবে শেষপর্যন্ত লখনউকেই বেছে নেওয়া হয়েছে। প্রথম বছরের অনুষ্ঠান হয়েছিল দিল্লিতে। গত বছরের অনুষ্ঠান হয়েছিল চণ্ডীগড়ে।
যোগদিবসে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে যোগাসন করবে লখনউয়ের ছাত্ররা
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jun 2017 05:31 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -