ভালসাদ (গুজরাত): দেড় বছরের বাচ্চা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই কাকার বিরুদ্ধে। গুজরাতের ভালসাদ জেলার ভাপি এলাকার ঘটনা।

পুলিশ জানিয়েছে, কিছু সময়ের জন্য মেয়েটিকে কাকার কাছে রেখে বাইরে বেরিয়েছিলেন মা-বাবা। সেই সময়ই ওই শিশুকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি পেশায় ভাপি পুরসভার গাড়ির চালক। তাকে গ্রেফতার করা হয়েছে।