রাজস্থানে তিন বছরে জনরোষে সংখ্যালঘু নিধনের ঘটনা একটি, সংসদে তথ্য কেন্দ্রীয় মন্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
07 Feb 2018 05:18 PM (IST)
নয়াদিল্লি: গত তিন বছরে রাজস্থানে জনরোষে সংখ্যালঘু হত্যার একটিই মাত্র ঘটনার খবর পাওয়া গিয়েছে বলে রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির।
২০১৫-র মে মাস থেকে ২০১৮-র জানুয়ারির মধ্যে রাজস্থানে সংখ্যালঘুদের মারমুখী জনতার রোষে পিটিয়ে খুনের একাধিক ঘটনা ঘটেছে, এই অভিযোগ সত্যি কিনা, জানতে চাওয়া হলে আহির বলেন, রাজস্থান পুলিশের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো(এনসিআরবি)-কে পাঠানো তথ্যে ২০১৭-র ১৫ জুলাই পর্যন্ত এমন একটিই ঘটনা নথিভুক্ত হয়েছে। তাতে একজন মারা যায়, ৮ জন গ্রেফতার হয়। ২০১৫ ও ২০১৬-য় কোনও মামলা নথিভুক্ত হয়নি।
তিনি আরও বলেন, সংবিধানের সপ্তম তফসিলের আওতায় পুলিশ ও জনজীবনে শৃঙ্খলা আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি রাজ্যের এক্তিয়ারভুক্ত। আইনশৃঙ্খলা বজায় রাখা, সম্পত্তি, জীবন রক্ষার প্রাথমিক দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারের।
এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংশ্লিষ্ট আইনের ধারায় এ ধরনের ঘটনা মোকাবিলায় রাজ্য সরকারগুলি যথেষ্ট ক্ষমতা রাখে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -