নয়াদিল্লি: গত তিন বছরে রাজস্থানে জনরোষে সংখ্যালঘু হত্যার একটিই মাত্র ঘটনার খবর পাওয়া গিয়েছে বলে রাজ্যসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ আহির।
২০১৫-র মে মাস থেকে ২০১৮-র জানুয়ারির মধ্যে রাজস্থানে সংখ্যালঘুদের মারমুখী জনতার রোষে পিটিয়ে খুনের একাধিক ঘটনা ঘটেছে, এই অভিযোগ সত্যি কিনা, জানতে চাওয়া হলে আহির বলেন, রাজস্থান পুলিশের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো(এনসিআরবি)-কে পাঠানো তথ্যে ২০১৭-র ১৫ জুলাই পর্যন্ত এমন একটিই ঘটনা নথিভুক্ত হয়েছে। তাতে একজন মারা যায়, ৮ জন গ্রেফতার হয়। ২০১৫ ও ২০১৬-য় কোনও মামলা নথিভুক্ত হয়নি।

তিনি আরও বলেন, সংবিধানের সপ্তম তফসিলের আওতায় পুলিশ ও জনজীবনে শৃঙ্খলা আইনশৃঙ্খলা রক্ষার বিষয়টি রাজ্যের এক্তিয়ারভুক্ত। আইনশৃঙ্খলা বজায় রাখা, সম্পত্তি, জীবন রক্ষার প্রাথমিক দায়িত্ব সংশ্লিষ্ট রাজ্য সরকারের।
এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি বলেন, সংশ্লিষ্ট আইনের ধারায় এ ধরনের ঘটনা মোকাবিলায় রাজ্য সরকারগুলি যথেষ্ট ক্ষমতা রাখে।