নয়াদিল্লি: দোকানে পনীর নেই। স্রেফ এ কথা শুনে রাগের মাথায় খদ্দের দোকানিকে অ্যাসিড খেতে বাধ্য করেছে বলে অভিযোগ।


দক্ষিণ পূর্ব দিল্লির সঙ্গম বিহারে ঘটেছে এই ঘটনা। অভিযুক্তের নাম তালিব। ২৪ জুলাই রাতে সে স্থানীয় এক দুধ বিক্রেতার দোকানে যায় পনীর কিনতে। দুধ বিক্রেতার ১৮ বছরের ছেলে যোগেশ তখন দোকান সামলাচ্ছিলেন। তিনি বলেন, পনীর নেই। এ কথা শুনেই রেগে যায় তালিব। ছুরি নিয়ে যোগেশের ওপর হামলা করার চেষ্টা করে সে। সে রাতে অবশ্য বিষয়টি বেশি দূর এগোয়নি।

পরদিন রাতে যোগেশ যখন দোকান বন্ধ করছিলেন, তালিব আসে হাতে পিস্তল নিয়ে। সঙ্গে ছিল এক নাবালক। অভিযোগ, যোগেশকে মারধর করে তারা তার গলায় অ্যাসিড ঢেলে দেয়।

গত রাতে ওই এলাকা থেকেই তালিবকে গ্রেফতার করা হয়েছে। ধরা পড়েছে ওই নাবালকও।