নয়াদিল্লি: গোটা দেশে একসময় কেন্দ্র ও রাজ্যস্তরের নির্বাচন করানোর ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিকল্পনা সমর্থন করলেন রাষ্ট্রপতি। সোমবার শিক্ষক দিবস উপলক্ষ্যে দিল্লির একটি সরকারি স্কুলে ক্লাস নিতে গিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেন, একসঙ্গে গোটা দেশে কেন্দ্র ও রাজ্যস্তরের ভোট করলে উপকার হবে, নির্বাচন কমিশন এ ব্যাপারে চিন্তাভাবনা করতে পারে।
মার্চে বিজেপির এক বৈঠকে প্রথম বিষয়টি তোলেন প্রধানমন্ত্রী। বলেন, একসঙ্গে সারা দেশে জাতীয় ও রাজ্যস্তরের ভোট করালে প্রতি বছর ভোটের বিপুল খরচ এক ধাক্কায় অনেকটা কমানো যেতে পারে।
সোমবার রাষ্ট্রপতি ভবনের এলাকার মধ্যেই ডক্টর রাজেন্দ্র প্রসাদ সর্বোদয় বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির ৮০জন ছাত্রছাত্রীর ক্লাস নেওযার সময় নির্বাচনের যথেচ্ছ খরচের ব্যাপারে প্রশ্ন করে রাগিণী নামে এক ছাত্রী। জবাবে রাষ্ট্রপতি বিষয়টি সমর্থন করে বলেন, একসঙ্গে গোটা দেশে জাতীয় ও রাজ্যস্তরের নির্বাচন করালে বিশাল লাভের সম্ভাবনা।
প্রায় ৫০ মিনিটের ক্লাসে রাষ্ট্রপতি মূলত ছাত্রছাত্রীদের অবহিত করেন স্বাধীনতার সময় থেকে দেশের রাজনীতির বিবর্তন নিয়ে। ভারতের রাজনৈতিক ইতিহাস, উন্নয়ন ও ভারত তথা গোটা বিশ্বের ওপর সন্ত্রাসবাদের কালো ছায়া নিয়ে বিশদে আলোচনা করেন তিনি।
'এক দেশ, এক ভোট’: প্রধানমন্ত্রীর ভাবনা সমর্থন পেল রাষ্ট্রপতির
ABP Ananda, web desk
Updated at:
06 Sep 2016 03:18 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -