দিল্লিতে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ার বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত ফুটপাতবাসী
ABP Ananda, web desk | 20 Apr 2017 10:34 AM (IST)
নয়াদিল্লি: ফের বেপরোয়া গাড়ি পিষে দিল ফুটপাথবাসীকে। দিল্লির কাশ্মীরি গেট এলাকায় গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু। আহত তিন। দ্বাদশ শ্রেণির পড়ুয়া গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ। সকাল ৫টা ৫০ মিনিটে নাগাদ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গাড়ি ফুটপাথে উঠে পড়ে কয়েকজনকে পিষে দেয়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, গাড়িতে ছিল দ্বাদশ শ্রেণির তিন পড়ুয়া। এদের মধ্যে একজন গাড়িটি চালাচ্ছিল।তারা দিল্লির একটি নামী স্কুলের পড়ুয়া। বাকি ২ জন দুর্ঘটনার পরেই পালিয়ে যায়। গাড়িচালক মত্ত ছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ। নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।