নয়াদিল্লি: পর্ন নিষিদ্ধ করা নিয়ে হোঁচট খেলেও টরেন্ট নিষিদ্ধকরণের ব্যাপারে কঠোর হতে চলেছে কেন্দ্রীয় সরকার। জানা গেছে, টরেন্টের কোনও ওয়েবসাইট খুললেই তা অপরাধ বলে বিবেচনা করা হবে, শাস্তি হতে পারে ৩ লাখ টাকা জরিমানা ও ৩ বছরের জেল। কোনও টরেন্ট ফাইল খোলা, ভারতে নিষিদ্ধ এমন কোনও হোস্ট সাইট থেকে ফাইল ডাউনলোড করা, এমনকী ইমেজবামের মত কোনও ফাইল হোস্টে গিয়ে ছবি দেখলেও তা গণ্য হবে অপরাধ হিসেবে।
যে সব ইউআরএল-এ এই সব নিষিদ্ধ সাইট দেখা যায়, সেগুলো খুলতে গেলে আপনার কম্পিউটার স্ক্রিনে যে মেসেজ দেখা যাবে তা হল, এই ইউআরএল সরকার বা আদালত থেকে নিষিদ্ধ। এটি দেখা, ডাউনলেড করা, এর কোনও বেআইনি কপি বার করা বা কাউকে দেখানো সবই ভারতীয় দণ্ডবিধিতে অপরাধ বলে গণ্য করা হয়েছে। এর ফলে ৩ বছরের জেল ও ৩লাখ টাকা জরিমানা হতে পারে।
যদি এভাবে ইউআরএল ব্লক করায় আপত্তি থাকে, তাহলে যোগাযোগ করুন ইউআরএলব্লক@টাটাকমিউনিকেশনস ডট কমে। তারা ৪৮ ঘণ্টার মধ্যে জানিয়ে দেবে, এর বিরুদ্ধে কোন কোনভাবে হাইকোর্টের দ্বারস্থ হতে পারবেন আপনি। ইচ্ছে হলে আইন আদালত করুন কিন্তু ফ্রিতে টরেন্টের ছবি দেখা নৈব নৈব চ।
টরেন্টের ওয়েবসাইট দেখেন? তৈরি থাকুন, ৩ বছর জেল খাটতে হবে
ABP Ananda, web desk
Updated at:
22 Aug 2016 07:35 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -