শ্রীনগর: উত্তর কাশ্মীরের বারামুলা জেলার উরিতে সীমান্ত রেখার কাছে জঙ্গি অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনাবাহিনী। সেনা-জঙ্গি সংঘর্ষে খতম এক জঙ্গি। সেনা আধিকারিক সূত্রে খবর, ঘটনাস্থল থেকে প্রচুর অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও চলছে সেনা-জঙ্গি গুলির লড়াই।


এর আগে গত ২০ সেপ্টেম্বর অমৃতসরের আজনালা সেক্টরে দুজন অনুপ্রবেশকারীকে মেরে দিয়েছিল বিএসএফ জওয়ানরা। সেদিন একটি একে-৪৭ অ্যাসল্ট রাইফেল, পিস্তল এবং প্রায় দু ডজন বুলেট উদ্ধার করেছিল বিএসএফ।

এদিকে সোমবারই সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত মন্তব্য করেন, নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করে পাক জঙ্গিরা ভারতে ঢুকবেই, এবং ভারতীয় সেনাও তৈরি তাদের মুখের মতো জবাব দিতে। মাটির থেকে দু ফুট নীচে পুঁতে দেওয়া হবে জঙ্গিদের। আগে একবার পাকিস্তানকে শিক্ষা দিতে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতীয় সেনা । প্রয়োজন হলে ফের সার্জিক্যাল স্ট্রাইকের জন্যে প্রস্তুত তারা, দাবি বিপিন রাওয়াতের।