শ্রীনগর: জম্মু-কাশ্মীরের বারামুল্লা-তে জঙ্গি ও সেনার গুলির লড়াইয়ে হত এক সন্ত্রাসবাদী, নিহত এক পুলিশ। বুধবার, এক বিশেষ সূত্রের খবর পেয়ে বারামুল্লার গানি-হামাম অঞ্চলে যৌথ তল্লাশি চালায় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনী ও জেলা পুলিশ। তখনই বাহিনী ও পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি চালায় সেনা ও পুলিশও। এই গুলি বিনিময়ের মধ্যেই জখম হন বারামুল্লায় কর্তব্যরত বিশেষ পুলিশ অফিসার বিলাল আহমেদ। পরে তাঁর মৃত্যু হয়। আহত হয়েছেন এসআই অমরদীপ পরিহার। তাঁকে চিকিৎসার জন্য সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। ভারতীয় সেনা এক জঙ্গিকে নিকেশ করেছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর, জম্মু ও কাশ্মীরে এই প্রথম কোনও এনকাউন্টারের ঘটনা ঘটল। যেখানে ভারতীয় সেনা ও পুলিশের যৌথ প্রয়াসে মোমিন গজরি নামের এক লস্কর জঙ্গির মৃত্যু হল।
বিলাল আহমেদের মৃত্যুতে শোকপ্রকাশ করে সেনার তরফে এক মুখপাত্র জানিয়েছেন, “নিহত বিলাল নিজের দায়িত্ব পালন করতে গিয়ে জীবন বলিদান দিয়েছেন। আমরা তাঁর উদ্দেশে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করব।”
এনকাউন্টার চলাকালীন গ্রামবাসীদের কাছে পুলিশের সঙ্গে সহযোগিতা করার জন্য আবেদন জানানো হয়েছে। এই সময় তারা যেন কোনও ভাবেই এনকাউন্টার জোনের মধ্যে চলাফেরা না করে, সে জন্য অনুরোধও করা হয়েছে। ওই অঞ্চল থেকে ইতিমধ্যেই বিস্ফোরক পদার্থ সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং আরও বিস্ফোরক পদার্থের খোঁজে তল্লাশি চলছে।