মুম্বই: ইচ্ছেয় হোক বা দুর্ঘটনায়- হিন্দু আইনে ওয়ান নাইট স্ট্যান্ড কখনওই বিয়ে নয়। ফলে এভাবে জাত সন্তানের বাবার সম্পত্তিতে অধিকার নাও থাকতে পারে। বলল বম্বে হাইকোর্ট।
এক ব্যক্তির দুই স্ত্রী থাকায় তাঁর সম্পত্তির অধিকার নিয়ে মতানৈক্য আদালত অবধি গড়ায়। হিন্দু আইনে দ্বিতীয় বিবাহ অবৈধ বলে খারিজ করে দেয় আদালত। কিন্তু বলে, দ্বিতীয় স্ত্রীর কন্যার বাবার সম্পত্তিতে অধিকার রয়েছে।
তখনই হাইকোর্ট বলে, হিন্দু আইনে ওয়ান নাইট স্ট্যান্ড বা নারী পুরুষের শারীরিক সম্পর্ক বিয়ের আওতায় আসে না। এ ধরনের ঘটনায় যদি কোনও শিশুর জন্ম হয়, তবে তার বাবার সম্পত্তিতে অধিকার স্বতঃসিদ্ধ হবে না, কারণ উভয়ের বিয়ে হয়নি।
অর্থাৎ ধর্মীয় রীতিনীতি মেনে হোক বা আইনি- কোনও সম্পর্ককে বিয়ের মর্যাদা দিতে কিছু নির্দিষ্ট পন্থার মধ্য দিয়ে যাওয়া দরকার। পারস্পরিক ইচ্ছেয় বা দুর্ঘটনায় নেহাত যৌন সম্পর্ক বিয়ে আখ্যা পেতে পারে না।
যদিও আদালতের পর্যবেক্ষণ, বিয়ে হোক বা না হোক, অন্যের দোষে শিশুটির শাস্তি পাওয়া ঠিক নয়, সম্পত্তির একটা অংশ তার পাওয়া উচিত।
ওয়ান নাইট স্ট্যান্ড বিয়ে নয়, সন্তান নাও পেতে পারে বাবার সম্পত্তিতে অধিকার, বলল বম্বে হাইকোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jun 2017 03:47 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -