কাশ্মীরে জঙ্গিদের গুলিতে মৃত্যু পুলিশকর্মীর
Web Desk, ABP Ananda | 27 Aug 2016 12:35 PM (IST)
শ্রীনগর: জম্মু-কাশ্মীরে ফের জঙ্গি নিশানায় পুলিশকর্মী। আজ ভোররাতে পুলওয়ামা জেলার কোইল এলাকায় কনস্টেবল খুরশিদ আহমেদকে বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি করে জঙ্গিরা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া ওই পুলিশকর্মীকে। সেখানেই মৃত্যু হয় তাঁর। জঙ্গিদের খোঁজে এলাকায় শুরু হয়েছে চিরুনি তল্লাশি।