৪ বছরের মোদী শাসনের ফল, দেশে মাওবাদী কার্যকলাপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের মাত্র ১০টি জেলা, দাবি রাজনাথের
Web Desk, ABP Ananda | 08 Jun 2018 08:04 PM (IST)
জম্মু: দেশে উগ্র বামপন্থার তেজ লাগাতার কমছে, ১৩৫টি জেলার মধ্যে মাওবাদী হিংসায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মাত্র দশটি। দাবি করলেন রাজনাথ সিংহ। মাওবাদী, সন্ত্রাসবাদী, উগ্রপন্থীরা যে যুদ্ধে চালাচ্ছে, তাতে ওদের হার নিশ্চিত বলে জানিয়ে তিনি বলেছেন, মাওবাদী সক্রিয়তা, উগ্রপন্থী উল্লেখযোগ্য ভাবে কমেছে। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের ১৩৫টি জেলায় মাওবাদীদের প্রভাব ছড়িয়েছিল। কিন্তু এখন তা কমে মাত্র ৯০টি জেলায় সীমাবদ্ধ রয়েছে। এটা আমাদের চার বছরের শাসনের ফল। আরও গভীর ভাবে বিশ্লেষণ করে বলতে পারি, মাওবাদীদের বিরাট প্রভাব আছে, এমন জেলার সংখ্যা মাত্র ১০। মাওবাদীদের নিশানায় রয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমন খবর সম্পর্কে রাজনাথের বক্তব্য, আমাদের প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপারে আমরা খুবই সতর্ক। উত্তরপূর্ব ভারতে সন্ত্রাসবাদের দাপটও ৮৫ শতাংশ হ্রাস পেয়েছে বলে দাবি করেন তিনি। দুদিনের জম্মু ও কাশ্মীর সফরে আসা রাজনাথ আজ কুপওয়ারা, আরএস পুরার সীমান্ত এলাকাও পরিদর্শন করেন।