শ্রীনগরে ৩৮টি কেন্দ্রের পুনর্নির্বাচনে সারাদিনে ভোট পড়ল মাত্র দু শতাংশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Apr 2017 07:27 PM (IST)
শ্রীনগর: শ্রীনগরের ৩৮টি লোকসভা কেন্দ্রে আজ পুনর্নির্বাচনে ছিল। সূত্রের খবর, সারাদিনে মাত্র দু শতাংশ ভোট পড়েছে এই ৩৮ কেন্দ্রে। রবিবার এই ৩৮ কেন্দ্রে ভোটগ্রহণ হয়। কিন্তু সেদিন ব্যাপক হারে হাঙ্গামা হওয়ায়, এই কেন্দ্রগুলোতে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। আগামী ১৫ এপ্রিল পুনর্নির্বাচনের ফলপ্রকাশ। আজ বদগামের সইবাগ এলাকায় পাথর ছোড়ার খবর পাওয়া যায়। এছাড়া অন্যান্য জায়গায় শান্তিপূর্ণ ভাবেই পুনর্নিবাচন হয়েছে। রবিবার যখন এই কেন্দ্রে উপনির্বাচন ছিল, সেদিনের ঝামেলায় আট ব্যক্তির মৃত্যু হয়। সেদিন শ্রীনগর, বদগাম, গণ্ডাবেলায় মূলত ঝামেলাগুলো হয়।