মূ্ম্বই: আরও শোচনীয় মহারাষ্ট্রের খরা পরিস্থিতি। মারাঠাওয়াড়ার রুখা শুখা বাঁধগুলোয় জল রয়েছে আর মাত্র ৩ শতাংশ। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, এগারোটা বাঁধের মধ্যে আটটাতেই জল পৌঁছে গিয়েছে ডেড স্টোরেজ লেভেলে, অর্থাৎ জল আর এখন ছাড়া যাবে না, কুয়োর মত দড়ি বালতি ব্যবহার করতে হবে। গত বছরও এ সময় মারাঠাওয়াড়ার এই বাঁধগুলোয় ১১ শতাংশ জল ছিল। কিন্তু এবার অবস্থা প্রচণ্ড সংকটজনক বললেও কম বলা হয়। তবে আধিকারিকদের আশা, যেহেতু এবার ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই পরিস্থিতির উন্নতি হবে। মাটির তলার জল ভাণ্ডার ব্যবহারেরও আশ্বাস দিচ্ছেন তাঁরা। শেষ পাঁচ বছরে এই নিয়ে চারবার খরার কবলে মারাঠাওয়াড়া। কল কারখানাগুলোয় জল সরবরাহের পরিমাণ কমিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। গত দু’বছরে এখানকার ৮,৫২২টি গ্রামের প্রত্যেকটি খরা কবলে পড়েছে।
খরায় খাঁ খাঁ মারাঠাওয়াড়া, বাঁধগুলোয় জল আর মাত্র ৩ শতাংশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Apr 2016 09:03 AM (IST)
মূ্ম্বই: আরও শোচনীয় মহারাষ্ট্রের খরা পরিস্থিতি। মারাঠাওয়াড়ার রুখা শুখা বাঁধগুলোয় জল রয়েছে আর মাত্র ৩ শতাংশ। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, এগারোটা বাঁধের মধ্যে আটটাতেই জল পৌঁছে গিয়েছে ডেড স্টোরেজ লেভেলে, অর্থাৎ জল আর এখন ছাড়া যাবে না, কুয়োর মত দড়ি বালতি ব্যবহার করতে হবে। গত বছরও এ সময় মারাঠাওয়াড়ার এই বাঁধগুলোয় ১১ শতাংশ জল ছিল। কিন্তু এবার অবস্থা প্রচণ্ড সংকটজনক বললেও কম বলা হয়। তবে আধিকারিকদের আশা, যেহেতু এবার ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই পরিস্থিতির উন্নতি হবে। মাটির তলার জল ভাণ্ডার ব্যবহারেরও আশ্বাস দিচ্ছেন তাঁরা। শেষ পাঁচ বছরে এই নিয়ে চারবার খরার কবলে মারাঠাওয়াড়া। কল কারখানাগুলোয় জল সরবরাহের পরিমাণ কমিয়েও পরিস্থিতি সামাল দেওয়া যাচ্ছে না। গত দু’বছরে এখানকার ৮,৫২২টি গ্রামের প্রত্যেকটি খরা কবলে পড়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -