নয়াদিল্লি: কাশ্মীর নিয়ে পাকিস্তানের হাই কমিশনার আব্দুল বসিতের মন্তব্যের প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া ভারতের। কেন্দ্র জানিয়েছে, কীভাবে জম্মু ও কাশ্মীরের অধিকৃত অংশ মুক্ত করা যায়, সেটাই একমাত্র বিষয়।


বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)-র প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংহ বলেন, জম্মু ও কাশ্মীর নিয়ে আমাদের ভাবনা খুব স্পষ্ট। স্বাধীনতার এতবছর পরও ইসলামাবাদ বেআইনিভাবে দখল করে রেখেছে পাকিস্তান। কীভাবে পাক-অধিকৃত কাশ্মীর মুক্ত করে ভারতের মূল ভূখণ্ডের অন্তর্ভূক্ত করা যায়, সেটাই একমাত্র বিষয়। তিনি আরও বলেন, পাকিস্তান যেধরনের ক্রিয়াকলাপ চালাচ্ছে, তাতে এটা স্পষ্ট যে, তারা বিভ্রান্ত এবং হতাশায় ভুগছে। এটা তারই প্রতিফলন।

প্রসঙ্গত, রবিবার পাকিস্তানের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসটি তাঁরা কাশ্মীরের ‘স্বাধীনতা’র প্রতি উত্সর্গ করছেন বলে মন্তব্য করেন ভারতে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার আবদুল বসিত। এরই প্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানায় ভারত।