নয়াদিল্লি: কেরলে মনসুন পৌঁছতে ছ’দিনের মত দেরি হতে পারে। পয়লা জুন বর্ষা এসে যাওয়ার কথা ‘ঈশ্বরের আপন দেশে’। কিন্তু আসলে তা আসবে ৭ তারিখ নাগাদ। ফলে দেশের অন্যান্য এলাকাতেও বর্ষা নামব খানিকটা দেরিতে। এমনটাই জানাচ্ছে দিল্লির আবহাওয়া দফতর। তবে অল্প ক’দিনের এই দেরিতে অস্বাভাবিক কিছু আছে বলে তারা মনে করছে না। যদিও হাওয়া অফিস জানাচ্ছে, বৃষ্টি নামতে ক’দিন দেরি আছে বলে দক্ষিণী রাজ্যগুলির বাসিন্দাদের চিন্তার বিশেষ কারণ নেই। এই মুহূর্তে বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ তৈরি হচ্ছে, যা আজ রাতে আছড়ে পড়বে তামিলনাড়ু উপকূলে। ফলে তামিলনাড়ু, দক্ষিণ কর্ণাটক ও কেরলের কিছু অংশে ভালই বৃষ্টি হবে। এ বছর বর্ষা গোটা দেশে স্বাভাবিকের থেকে বেশি হবে বলেও আবহাওয়াবিদরা জানিয়েছেন।