নয়াদিল্লি: রাষ্ট্রপতি নির্বাচনে যদি সর্বসম্মতিক্রমে প্রার্থী দেওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনা করতে চান, তাহলে কংগ্রেস খোলা মনে সেই আলোচনায় যোগ দেবে। আজ এমনই জানিয়ে দিল কংগ্রেস। এমনকী, প্রণব মুখোপাধ্যায় যদি দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হতে চান, সেক্ষেত্রেও তাঁকে সমর্থনের ইঙ্গিত দিয়েছে কংগ্রেস।
তবে বিজেপি-র বিরুদ্ধে আক্রমণ থামাচ্ছে না কংগ্রেস। দলীয় মুখপাত্র রণদীপ সূরজেওয়ালা বলেছেন, ‘মোদী বিরোধীদের সঙ্গে আলোচনা করবেন না। বিজেপি নেতা বা জোটসঙ্গীদের বাদ দিন, তিনি মন্ত্রিসভার সঙ্গেই আলোচনা করেন না। তিনি নিজের পথে চলেন।’ সূরজেওয়ালা আরও বলেছেন, রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও কংগ্রেস সভানেত্রী রাহুল গাঁধী। এরপর আনুষ্ঠানিক বৈঠক হবে।
প্রাথমিকভাবে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সীতারাম ইয়েচুরি, নীতীশ কুমার, শরদ পওয়ারের সঙ্গে আলোচনা করেছেন সনিয়া। তিনি ফোনে অখিলেশ যাদবের সঙ্গেও কথা বলেছেন। রাহুলও অখিলেশ, ইয়েচুরি ও পওয়ারের সঙ্গে কথা বলেছেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন ও মায়াবতীর সঙ্গেও কথা বলতে চাইছে কংগ্রেস। সূরজেওয়ালা বলেছেন, তাঁরা রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসমম্মত প্রার্থী চাইছেন। যিনি দেশের স্বার্থ, তত্ত্ব এবং গণতান্ত্রিক ঐতিহ্য রক্ষা করবেন, তাঁকেই সমর্থন করতে তৈরি কংগ্রেস।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী আলোচনা চাইলে খোলা মনে যাবে কংগ্রেস
Web Desk, ABP Ananda
Updated at:
03 May 2017 09:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -