নয়াদিল্লি: তাজমহলের রঙ ফিকে হয়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে পুরসভার কঠিন বর্জ্য পোড়ানো। এদিন সংসদে এ কথা জানিয়েছে কেন্দ্র। লোকসভায় লিখিত জবাবে পরিবেশমন্ত্রী অনিল মাধব দাভে বলেছেন, তাজমহলের রঙ ফিকে হয়ে যাওয়ার কারণ নিয়ে বিভিন্ন গবেষকদল গবেষণা চালিয়েছে। এ ধরনেরই একটি গবেষণা রিপোর্টে বলা হয়েছে, তাজমহলের আশেপাশের এলাকায় খোলা জায়গায় পুরসভার কঠিন বর্জ্য পোড়ানোর জন্য এই ঐতিহাসিক সৌধের রঙ ফিকে হয়ে যেতে পারে।
মন্ত্রী আরও বলেছেন, এই রঙ ফিকে হয়ে যাওয়াটা স্থায়ী নয়। সাধারণভাবে সাফসুতরো করলেই রঙের ঔজ্জ্বল্য ফিরে পাওয়া যায়।
তাজের শুভ্র রঙে কালো ও হলুদ ছোপ দূর করতে কাদামাটি ব্যবহার অন্যতম একটি পদ্ধতি।
এছাড়াও বায়ূ দূষণ কমানো, এই সংরক্ষিত এলাকার ৫০০ মিটারের মধ্যে যান চলাচল নিষিদ্ধ করার মতো পদ্ধতি সরকার গ্রহণ করেছে বলে মন্ত্রী জানিয়েছেন।
পুরসভার কঠিন বর্জ্য পোড়ানোর কারণে তাজের রঙ ফিকে হতে পারে
ABP Ananda, web desk
Updated at:
07 Dec 2016 07:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -