অপেরা মিনি ১৮-র হোম পেজে একটি নতুন এন্টারটেনমেন্ট ফিড দেখা যাবে। কোম্পানি এ জন্য বলিউড হাঙ্গামার সঙ্গে হাত মিলিয়েছে।অন্যদিকে, ক্রিকেটের লাইভ আপডেট দেওয়ার জন্য কোম্পানি স্পোর্টসকীডা-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে। তাই গ্রাহকরা এবার হোমপেজেই সমস্ত খেলার আপডেট পেয়ে যাবেন।
স্মার্টফোনে এই ব্রাউজার থেকে ভিডিও ডাউনলোডের ক্ষমতা এর আপডেটেড ভার্সনের একটা গুরুত্বপূর্ণ ফিচার। এই ব্রাউজার থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট বা অন্য কোন সাইটের ভিডিও গ্রাহকদের সরাসরি ডাউনলোডের সুবিধা দেওয়া হবে।
ভিডিও ডাউনলোডের অপশনে ক্লিক করলেই একটি পপ-আপ ডায়লগ বক্স দেখা যাবে।গ্রাহকরা এরপর সেভ বাটন-এ টাচ করে ডাউনলোডিং শুরু করতে পারবেন। অথবা ক্যানসেল বাটন প্রেস করতে পারবেন।
অপেরা মিনির আপডেটেড ভার্সনে ভিডিও বুস্ট ফিচারও থাকছে। এরফলে ভিডিও বাফারিং কম হবে।