শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় মঙ্গলবার রাতভর চলা জঙ্গি দমন অভিযানে ফল মিলল না। পুলিশ সূত্রের খবর, সেখানকার হাকরিপোরা এলাকায় লস্কর-ই-তৈবার কাশ্মীর শাখার প্রধান আবু দুজানা সমেত বেশ কয়েকজন সন্ত্রাসবাদী গা ঢাকা দিয়ে রয়েছে বলে খবর পেয়ে শুরু হয় তল্লাশি অভিযান। জঙ্গিরা নিরাপত্তা বাহিনীকে নিশানা করে গুলি ছোঁড়ে। পাল্টা জবাব দেন জওয়ানরাও। তীব্র গুলির লড়াই চলে। কিন্তু নিরাপত্তাবাহিনীর তল্লাসি অভিযান, গোলাগুলির মধ্যেই স্থানীয় একদল লোক তাদের দিকে ইট, পাথর ছুঁড়তে থাকে। সেই সুযোগে নিরাপত্তাবাহিনীর বেষ্টনীকে ফাঁকি দিয়ে এলাকা থেকে চম্পট দেয় জঙ্গিরা। দুজানা হাতছাড়া হয় জওয়ানদের।
জনৈক পুলিশ অফিসার বলেন, আজ সকালেও তল্লাসি অভিযান চলে। কিন্তু গত রাতেই সম্ভবত জঙ্গিরা পালিয়ে যাওয়ার ফলে নতুন করে কোনও গোলাগুলি চলেনি।
শেষ পর্যন্ত অভিযানই বন্ধ করে দেওয়া হয়।
পুলওয়ামায় পাথরবৃষ্টির সুযোগে চম্পট জঙ্গিদের, লস্কর চাঁই দুজানা হাতছাড়া নিরাপত্তাবাহিনীর?
Web Desk, ABP Ananda
Updated at:
24 May 2017 06:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -