সুদানে রওনা হওয়ার আগে জেনারেল ভি কে সিংহ জানিয়েছেন, আটকে পড়া প্রত্যেক ভারতীয়কে উদ্ধারের চেষ্টা করবেন তাঁরা।
ভারতীয় নাগরিকরাই শুধু এভাবে কপ্টারে করে ভারতে আসার সুযোগ পাবেন, তবে ৫ কেজির বেশি জিনিসপত্র সঙ্গে থাকা চলবে না। শিশু ও মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। দিল্লি পর্যন্ত তাঁদের পৌঁছে দেবে কপ্টার, সেখান থেকে তাঁরা রওনা দেবেন নিজের নিজের গন্তব্যে।
দক্ষিণ সুদানে যুদ্ধ পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত। সেনা- বিদ্রোহী লড়াইয়ে সেখানে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন কয়েকশো মানুষ। বিদেশ মন্ত্রক জানিয়েছে, দক্ষিণ সুদানে বাস করা ৬০০ ভারতীয়র মধ্যে ৪৫০-র মত রয়েছেন রাজধানী জুবায়। বাকি ১৫০-র কাছাকাছি মানুষ ছড়িয়ে রয়েছেন অন্যত্র। এখনও পর্যন্ত ৩০০-র মত ভারতীয় সুদান ছাড়ার জন্য ভারতীয় দূতাবাসে নাম নথিবদ্ধ করেছেন।