নয়াদিল্লি: গুজরাতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বেশিরভাগ জনমত সমীক্ষাতেই বিজেপি-কে এগিয়ে রাখা হয়েছে। তবে কংগ্রেস এই সমীক্ষা মানতে নারাজ। তাদের দাবি, জনমত সমীক্ষার মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে। গুজরাতের কংগ্রেস সভাপতি ‘জোট ও কৌশল ঠিক হওয়ার আগেই সংবাদমাধ্যম বিজেপি-র জয় ঘোষণা করে দিচ্ছে। এটা ভোটারদের প্রভাবিত করার স্পষ্ট প্রচেষ্টা।’


গুজরাতের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস সাধারণ সম্পাদক অশোক গেহলট বলেছেন, তাঁরা সমমনস্ক দলগুলির সঙ্গে জোট করার বিষয়ে আলোচনা করছেন। জেডিইউ-এর বিদ্রোহী নেতা ছোটুভাই বাসবকে দলে নেওয়ার বিষয়ে আলোচনা চালাচ্ছে কংগ্রেস। এনসিপি নেতা প্রফুল পটেলও জোটের বিষয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা করছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে গেহলট বলেছেন, ‘প্রধানমন্ত্রী প্রায়ই গুজরাতে আসছেন। তিনি বলছেন, তিনি উন্নয়ন এবং তিনিই গুজরাত। আমরা একথা বলিনি। প্রধানমন্ত্রীই বলছেন, আমি উন্নয়ন, আমি গুজরাত। আমি মোদীকে বলতে চাই, যে সোশ্যাল মিডিয়া তাঁকে প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছিল, সেই সোশ্যাল মিডিয়াতেই বার্তা দেওয়া হচ্ছে, গুজরাতে উন্নয়ন পাগল হয়ে গিয়েছে। তিনি দেশের প্রধানমন্ত্রী, তিনি আর গুজরাতের মুখ্যমন্ত্রী নন। তিনি যখন ২০ বছর গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন এই কথা বলতে পারতেন।’ গেহলটের আরও দাবি, কোনও দল বিজেপি-র সঙ্গে জোট করতে চাইছে না। তিনি অবশ্য কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে পতিদার আন্দোলনের নেতা হার্দিক পটেলের সাক্ষাতের বিষয়ে প্রশ্নের জবাব এড়িয়ে গিয়েছেন।