আয়কর সংশোধনী বিলে হস্তক্ষেপ চেয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বিরোধীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 01 Dec 2016 02:02 PM (IST)
নয়াদিল্লি: কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতায় এরমধ্যেই একজোট বিরোধী দলগুলি। এবার নজরে লোকসভায় সদ্য পাস হওয়া আয়কর সংশোধনী বিল। বিরোধীদের অভিযোগ, লোকসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠ হওয়ায়, অন্য দলের সংসদদের মতামত না নিয়েই এই বিল পাস করিয়ে দিয়েছে কেন্দ্র। এর প্রতিবাদে আজ সন্ধে বেলা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন বিরোধী দলের প্রতিনিধিরা। আজ সকালে গুলাম নবি আজাদের তত্ত্বাবোধানে বিরোধীদের একটি বৈঠক হয়। বৈঠকে ছিলেন তৃণমূল, বাম, বহুজন সমাজবাদী পার্টি এবং সপার প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন না জেডিইউ এবং ডিএমকের কোনও প্রতিনিধি। সেখানেই আলোচনা হয়, সংসদে অন্য দলের সাংসদদের সঙ্গে কোনও বৈঠক না করেই, তাঁদের সাংবিধানিক অধিকার খর্ব করে, বিল পাসে চূড়ান্ত সিদ্ধান্ত একাই নিয়েছে বিজেপি। এমনকি রাষ্ট্রপতির মতামত না চেয়ে তাঁর পদকেও অপমান করা হয়েছে বলে বিরোধীদের অভিযোগ। তাই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আয়কর সংশোধনী বিলে তাঁর হ্স্তক্ষেপ দাবি করবে বিরোধী শিবির। এছাড়াও বিরোধীদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁদের কাছে ক্ষমা চাইতে হবে। কারণ, কোনও প্রমাণ ছাড়া মোদী অভিযোগ করেছেন নোট বাতিলের বিরোধিতা করে বিরোধীরা কালো টাকার কারবারীদের কার্যত সমর্থন করছেন।