নয়াদিল্লি: সংসদে অনাস্থা প্রস্তাবে বিরোধীদের বিপুল পরাজয় আগামী ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফলেপর একটা ঝলক মাত্র। এমনটাই জানিয়ে দিলেন অমিত শাহ। টুইটারে বিজেপি সভাপতি লেখেন, অনাস্থা প্রস্তাবের ফলাফল হল মোদী সরকারে মানুষের আস্থা ও কেন্দ্রের ‘সব কা সাথ সব কা বিকাশ’ মন্ত্রের একটি প্রতিফলন।


https://twitter.com/AmitShah/status/1020365520569339904

তাঁর মতে, এটা গণতন্ত্রের জয় আর পরিবারতন্ত্রের পরাজয়। তিনি জানান, পরিবারতান্ত্রিক রাজনীতি, বর্ণবিদ্বেষ ও তোষণের প্রসার করে আসা কংগ্রেসের মুখোশ আরও একবার খুলে গেল।


https://twitter.com/AmitShah/status/1020365337295040512

নিম্ন পরিবার থেকে উঠে আসা প্রধানমন্ত্রীর প্রতি তাদের ঘৃণা আরও প্রকট হয়ে উঠল। দেশের পূর্ণ সমর্থন ও আস্থা অর্জন করা সরকারের বিরুদ্ধে সংখ্যালগরিষ্ঠতা ও লক্ষ্য ছাড়া একটা অনাস্থা প্রস্তাব এনে কংগ্রেস নিজেদের রাজনৈতিক দৈন্যদশাকেই প্রকাশ করল। দীর্ঘদিন ধরে তারা গণতন্ত্রকে গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবারও সেই চেষ্টাই করল।


https://twitter.com/AmitShah/status/1020365130377424897

https://twitter.com/AmitShah/status/1020364766114697217