নয়াদিল্লি: গুজরাতে দলের এক বিধায়ককে পুলিশ দিয়ে অপহরণ করা হয়। এই অভিযোগে আজ রাজ্যসভায় প্রচণ্ড হইচই করল কংগ্রেস। তাদের হইচইয়ের চোটে মধ্যাহ্নভোজের আগেই রাজ্যসভার অধিবেশন চারবার স্থগিত হয়ে যায়।
জবাবে অবশ্য চুপ করে থাকেনি ট্রেজারি বেঞ্চ। তারা প্রশ্ন করে, কংগ্রেসের বিধায়করা কেন দল ছেড়ে বিজেপিতে নাম লেখাচ্ছেন। সরকারপক্ষের দিকে আঙুল তোলার আগে কংগ্রেস আগে নিজেদের ঘর গোছাক।
ওই বিধায়কের নাম পুনাভাই গামিত, তিনি গুজরাতের ভিয়ারা এলাকার সংরক্ষিত আসন থেকে নির্বাচিত। কংগ্রেসের অভিযোগ, দলের জেলা স্তরের বৈঠক থেকে ফেরার পথে আর এক বিধায়কের বাড়ি চা খেতে যাচ্ছিলেন তিনি। সে সময় জেলা পুলিশ সুপার অপহরণ করেন তাঁকে।
সুপার নাকি তাঁকে বলেন, আগামী বিধানসভা ভোটে তাঁকে আর টিকিট দেবে না বলে ঠিক করেছে কংগ্রেস। তাই তাঁর দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উচিত। বিজেপি সভাপতির সঙ্গে তিনি তাঁর বৈঠক করিয়ে দেবেন, ভোটে দাঁড়ানোরও ব্যবস্থা করবেন।
কংগ্রেসের অভিযোগ, এই পুলিশ সুপারের ইতিহাস স্বচ্ছ নয়, এর আগে এক ভুয়ো এনকাউন্টার মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। ওই বিধায়ক নিজের জামাকাপড় আনার কথা বলে তাঁর চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হন বলে দাবি করেছে তারা।
যদিও বিধায়ক ‘চুরি’র অভিযোগ প্রবলভাবে অস্বীকার করেছে কেন্দ্র। সংসদ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মুখতার আব্বাস নাকভি বলেছেন, স্বচ্ছভাবে নির্বাচন করা নির্বাচন কমিশনের দায়িত্ব। যদি কংগ্রেসের কোনও অভিযোগ থাকে তবে তাদের কমিশনে যাওয়া উচিত। রাজ্যসভা আন্দোলন করার জায়গা নয়।
দলীয় বিধায়ককে অপহরণ করেছে গুজরাত পুলিশ, অভিযোগ তুলে রাজ্যসভায় তুলকালাম করল কংগ্রেস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Jul 2017 04:20 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -