নয়াদিল্লি: বিহারে কংগ্রেস-আরজেডি ‘মহাগাঁটবন্ধন’ ছেড়ে ফের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শিবিরে ভিড়েছেন নীতীশ কুমার। এদিন বিজেপির সমর্থন নিয়ে ফের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন তিনি। মহাজোট ছেড়ে নীতীশের বেরিয়ে যাওয়ার পর প্রথম মুখ খুললেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। নীতীশকে 'সুযোগসন্ধানী' বলে  সমালোচনা করেছেন রাহুল। তিনি বলেছেন, মহাজোটকে ধোঁকা দিয়েছেন নীতীশ। কংগ্রেস সহ সভাপতির কটাক্ষ, ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য  কেউ কেউ সব কিছু করতে পারেন, এটা তার দৃষ্টান্ত। এজন্য কোনও নীতি ও বিশ্বাসযোগ্যতার ধার ধারতে হয় না।
রাহুল বলেছেন, বিহারের মানুষ সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ভোট দিয়েছিলেন। অথচ নীতীশ সেই শক্তিরই হাত ধরলেন।
কংগ্রেস সহ সভাপতি বলেছেন, নীতীশ যে বিজেপির হাত ধরতে চলেছেন, তার ইঙ্গিত গত তিনমাস থেকেই পাওয়া যাচ্ছিল।