নয়াদিল্লি: শীতকালীন অধিবেশনের শেষ দিনেও নোট বাতিল ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে সংসদ। শুরু থেকে শাসক-বিরোধী তরজায় ভেস্তে যায় আজকের অধিবেশনও। এবিষয়ে অভিযোগ জানাতে আজ রাষ্ট্রপতির দরবারে হাজির হয় বিরোধীরা। বিরোধীদের নেতৃত্বে ছিলেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে।

রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে বিরোধীরা জানান, তাঁদের ইচ্ছা করে সংসদে বলতে দেয়নি শাসক শিবির। সরকার ইচ্ছাকৃত ভাবে সংসদে আলোচনায় ব্যাঘাত ঘটিয়েছে। গণতন্ত্রে মূল মন্ত্রকেই অবমাননা করেছে কেন্দ্রীয় সরকার। গত ১৬ নভেম্বর শুরু হয়েছিল সংসদের শীতকালীন অধিবেশন। তারপর থেকে প্রতিদিন সকালেই বিরোধীরা একজোট হত নোট বাতিল নিয়ে সংসদে আলোচনার জন্যে। কিন্তু কোনওদিনই আলোচনায় রাজি হয়নি শাসক দল।

এদিকে আজই সকালে বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে বিরোধীদের আক্রমণ করে মোদী বলেন, কংগ্রেস সহ অন্যান্য বিরোধীদল ইচ্ছাকৃত ভাবে ভেস্তে দিয়েছে সংসদের শীতকালীন অধিবেশন।
আজ রাজ্যসভার অধিবেশন শুরুর সঙ্গে সঙ্গেই স্থগিত হয়ে যায়। এই ঘটনায় বিরক্তি প্রকাশ করে রাজ্যসভার চেয়ারম্যান হামিদ আনসারি বলেন, এভাবে প্রতিদিন সংসদের অধিবেশন স্থগিত হয়ে যাওয়া খুবই দুর্ভাগ্যজনক। আজকের পর অনির্দিষ্টকালের জন্যে স্থগিত হয়ে গেল সংসদ। অধিবেশন শেষে তাই হামিদ আনসারির মন্তব্য, তিনি চাননি ২০১৩-র ডিসেম্বরের অধিবেশন শেষে তিনি যা বলেছিলেন, সেটা আজকে ফের বলতে, কিন্তু তাঁকে সেটারই পুনরাবৃত্তি করতে হল।