হরিদ্বার: রামদেবের পাশে দাঁড়িয়ে সোমবার পতঞ্জলী যোগপীঠের এক অনুষ্ঠানে মোহন ভাগবত বললেন, বিরোধী দলগুলি পর্যন্ত সরাসরি অযোধ্যায় রামমন্দিরের বিরোধিতা করতে পারছে না, কেননা দেশের সংখ্যাগরিষ্ঠ অংশ রামকে শ্রদ্ধা করে। আরএসএস ও বিজেপি অযোধ্যায় রামমন্দির নির্মাণে দায়বদ্ধ, যদিও কিছু কিছু ব্যাপারে সময় লাগে বলে মন্তব্য করেন তিনি। সঙ্ঘ প্রধান বলেন, ক্ষমতায় কারা রয়েছে, সেটা গুরুত্বপূর্ণ। যে সরকার ভাল কাজ করছে, তার অবশ্যই ক্ষমতায় থাকা উচিত। প্রতিটি সরকারকে বেশ কিছু সীমাবদ্ধতার মধ্যে থেকে কাজ করতে হয়। যদিও সাধু-সন্তরা এর ঊর্ধ্বে এবং তাঁদের অবশ্যই ধর্ম, সমাজ, দেশের উত্থানে কাজ করা উচিত। বিরোধী দলগুলিও প্রকাশ্যে রামমন্দিরের বিরোধিতা করতে পারে না, কেননা তারা জানে, রামকে ভক্তি, শ্রদ্ধা করেন বেশিরভাগ ভারতীয়। মন্ত্রী ও ধনীরা প্রায়ই যেখানে ব্যর্থ হন, সাধু-সন্তরা সেখানে সফল হন বলে মন্তব্য করেন যোগগুরু রামদেব।
দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ রামকে শ্রদ্ধা করে, তাই বিরোধীরা সরাসরি অযোধ্যায় রামমন্দিরের বিরোধিতা করতে পারছে না, বললেন ভাগবত
Web Desk, ABP Ananda
Updated at:
02 Oct 2018 08:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -