নয়াদিল্লি: জল্পনায় সিলমোহর। শেষ পর্যন্ত আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ-র রামনাথ কোবিন্দের বিরুদ্ধে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমারকেই প্রার্থী করার সিদ্ধান্ত নিল বিরোধীরা।
পদপ্রার্থীর নাম চূড়ান্ত করতে এদিন পার্লামেন্ট হাউস লাইব্রেরিতে বৈঠকে বসে ১৭টি বিরোধী দল। সেখানেই প্রাক্তন কূটনীতিক তথা প্রয়াত দলিত নেতা বাবু জগজীবন রামের কন্যাকে সর্বসম্মতভাবে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত সোমবারই দলিত নেতা তথা বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি পদপ্রার্থী ঘোষণা করেছে এনডিএ। ফলে, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে দলিত বনাম দলিতের লড়াই দেখা যাবে।
এদিন বৈঠকের পর মীরা কুমারের নাম ঘোষণা করেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী। বলেন, আমরা মীরা কুমারকে প্রার্থী হিসেবে মনোনীত করছি। আশা করি, অন্য দলগুলিও যোগ দেবে।
এদিনের বৈঠকে সনিয়া ছাড়াও উপস্থিত ছিলেন—প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, মল্লিকার্জুন খাড়গে ও আহমেদ পটেল।
উপস্থিত ছিলেন—এনসিপি নেতা শরদ পওয়ার, আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব, সিপিএম নেতা সীমারাম ইয়েচুরি ও ডি রাজা, ডিএমকে-র কানিমোঢ়ি, ন্যাশনাল কন্ফারেন্সের ওমর আবদুল্লা।
এছাড়া, উপস্থিত ছিলেন তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, বিএসপি-র সতীশ শাহ এবং সপা-র রামগোপাল যাদব। ছিলেন জেডিএস, আরএসপি, জেএমএম, কেরল কংগ্রেস, আইইউএমএল এবং এআইইউডিএফ-এর প্রতিনিধিরা।