নয়াদিল্লি: নোট বাতিল নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অবস্থায় নোট বাতিল নিয়ে অ্যাপের মাধ্যমে আমজনতার মতামত জানতে চেয়েছিলেন প্রধামনন্ত্রী নরেন্দ্র মোদী। এই সমীক্ষায় বেশিরভাগই সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বলে দাবি করা হয়েছিল। এবার এই সমীক্ষা নিয়েও সমালোচনায় সরব হল বিরোধীরা। এদিন রাজ্যসভায় সমাজবাদী পার্টি সাংসদ নরেশ আগরওয়াল বলেছেন, জরুরী অবস্থার সময় তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীও ‘ফিডব্যাক’ দেখিয়ে তাঁর পক্ষে জনমত থাকার দাবি করেছিলেন। তিনি এ প্রসঙ্গে কটাক্ষ করে বলেন, ‘প্রশংসা শুনতে সবাই ভালোবাসে’।
বিএসপি নেত্রী মায়াবতীও প্রধানমন্ত্রীর সমীক্ষাকে ‘ভুয়ো ও সাজানো’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, নোট বাতিল নিয়ে মানুষের মতামত জানতে প্রকৃত সমীক্ষা চাইলে প্রধানমন্ত্রীর নির্বাচনে যাওয়া উচিত। বিএসপি নেত্রী চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেছেন, সাহস থাকলে লোকসভা ভেঙে দিয়ে ভোটের মুখোমুখি হোন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, গত মঙ্গলবার তাঁর সরকারি অ্যাপ ব্যবহার করে নোট বাতিল সম্পর্কে মতামত জানতে চেয়েছিলেন। গতকাল রাতে ট্যুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, সমীক্ষায় ‘ঐতিহাসিক অংশগ্রহণ’ দেখা গিয়েছে- পাঁচ লক্ষ মানুষ তাঁদের মতামত জানিয়েছেন। এজন্য অংশগ্রহণকারীদের ধন্যবাদও জানান তিনি। সমীক্ষার যে ফল প্রধানমন্ত্রী শেয়ার করেছেন, তাতে দেখা গিয়েছে, কালো টাকা মোকাবিলায় তাঁর গৃহীত পদক্ষেপকে বেশিরভাগই সমর্থন করেছেন বলেও জানান মোদী।
যদিও বিরোধীরা মোদীর এই সমীক্ষা খারিজ করে দিয়েছে। বিরোধী নেতারা বলেছেন, দেশের জনগনের মনোভাবের কোনও প্রতিফলনই নেই ওই সমীক্ষায়। বেশিরভাগ ভারতীয়রই স্মার্টফোন নেই। তাই ওই সমীক্ষায় তাঁদের অংশগ্রহণের কোনও সুযোগই নেই। বিরোধীদের আরও বক্তব্য, সমীক্ষায় প্রশ্নগুলি এমনভাবে করা হয়েছিল, যাতে বিরোধিতার কোনও সুযোগই দেওয়া হয়নি।
অ্যাপে নোট বাতিলে সায় ৯৩ শতাংশের, দাবি প্রধানমন্ত্রীর ওয়েবসাইটে, দেশবাসীকে ধন্যবাদ মোদীর
কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন একটি টেলিভিশন অনুষ্ঠানে বলেন, সমীক্ষা যাঁরা মানতে চাইছেন না, তাঁরা মানুষের কথা শুনুন। প্রত্যেকেই নোট বাতিলের সিদ্ধান্তে খুশি।
বিজেপির বিদ্রোহী সাংসদ শত্রুঘ্ন সিনহা ট্যুইটারে বলেছেন, এটা একটি ‘সাজানো সমীক্ষা’। এই সমীক্ষাকে প্রকৃত জনমত বলে যাঁরা দাবি করছেন, তাঁরা ‘মুর্খের স্বর্গে’ বাস করছেন।
প্রধানমন্ত্রীর সমীক্ষা ‘ভুয়ো’, ইন্দিরাও বলেছিলেন, জরুরী অবস্থায় সায় রয়েছে মানুষের, তোপ বিরোধীদের
ABP Ananda, web desk
Updated at:
24 Nov 2016 04:41 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -