বিরোধীদের বিক্ষোভে ভেস্তে গেল রাজ্যসভায় সচিনের প্রথম ভাষণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Dec 2017 03:38 PM (IST)
নয়াদিল্লি:সদস্য নির্বাচিত হওয়ার পর এই প্রথম রাজ্যসভায় বক্তৃতা দেওয়ার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরের। কিন্তু ২ জি দুর্নীতি মামলায় আদলতের রায় নিয়ে বিরোধী সদস্যদের হইহট্টগোলে বাধা পড়ল মাস্টার-ব্লাস্টারের ভাষণে। বিরোধী সদস্যদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আগামীকাল ১১ পর্যন্ত রাজ্যসভা মুলতুবী করে দেওয়া হয়। রাজ্যসভার সচিবালয় সূত্রে জানা গিয়েছে, ‘রাইট টু প্লে, ফিউচার অব স্পোর্টস ইন ইন্ডিয়া’ বিষয়ে বলার জন্য নোটিস দিয়েছিলেন সচিন। এ বিষয়ে স্বল্প সময়ের আলোচনা চেয়ে নোটিশ দিয়েছিলেন ১০০ সেঞ্চুরির মালিক। এ ব্যাপারে বিজেপি সাংসদ রণবিজয় জুদেব ও কংগ্রেসের পিএল পুনিয়া সচিনের প্রস্তাবকে সমর্থন করেছিলেন। ভারতে ক্রীড়া-পরিকাঠামো ও ক্রীড়া-শিক্ষার বেহাল দশা নিয়ে বক্তব্য রাখার কথা ছিল ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের। ২০১২-র এপ্রিলে রাজ্যসভার সদস্য মনোনীত হন এই ব্যাটিং কিংবদন্তী। পিআরএস লেজিসলেটিভ রিসার্চ অনুসারে, রাজ্যসভায় তাঁর উপস্থিতির হার মাত্র ৮ শতাংশ। এভাবে সদস্য হয়েও অধিবেশনে যোগ না দেওয়ায় অনেকেই সচিনের সমালোচনাও করেছেন। একই কারণে সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী রেখাও।