আজই পথে নামছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বনধকে তিনি সমর্থন করেন না, কারণ বনধের ফলে আরও হয়রান হতে হবে সাধারণ মানুষকে। নোট বাতিলকে কেন্দ্র করে আগে থেকেই নাজেহাল আমজনতা, তাঁদের আর সমস্যায় ফেলতে রাজি নন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই মিছিল করে প্রতিবাদের সিদ্ধান্ত নিয়েছেন মমতা।
তবে মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে আজ সামিল হয়নি জনতা দল ইউনাইটেড। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দাবি, তিনি নোট বাতিলকে সমর্থন করেন, তবে তিনি চান সাধারণ মানুষের হয়রানি যত তাড়াতাড়ি সম্ভব শেষ হোক। নীতীশ কুমার আগামী ৩০ নভেম্বর পটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা ধর্নাতেও সামিল হবেন না বলে জানিয়ে দিয়েছেন।
আজকের এই বিরোধিতায় সামিল হয়নি হরিয়ানার আইএনএলডি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতিহাস এবং কর্ণাটক কংগ্রেসও।
লাইভ আপডেট
এদিকে বনধ, প্রতিবাদ আন্দোলন, মিটিং-মিছিল উপেক্ষা করে দেশের যেখানে মানুষ স্বাভাবিক জনজীবন বজায় রেখেছে, সেখানে কংগ্রেসের জন আক্রোশ দিবসের পাল্টা হিসেবে জন আভার দিবস পালন করছে বিজেপি। নাগপুরে বিভিন্ন জায়গায় মানুষকে মিষ্টি, ফুল দিয়েছে বিজেপি, কারণ তাঁরা কোনও ধরনের বিরোধিতায় সামিল হননি।