নয়াদিল্লি: আগামী ৮ নভেম্বর কেন্দ্রের নোট বাতিল সিদ্ধান্তের প্রথম বর্ষপূর্তিতে দেশব্যাপী যৌথ প্রতিবাদ জানাবে বিরোধীরা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি।
সোমবার, কংগ্রেসেরে নেতৃত্বে সংসদে মিলিত হন কয়েকটি বিরোধী দলের প্রতিনিধিরা। সেখানে প্রস্তাবিত যৌথ প্রতিবাদের প্রাথমিক রণকৌশল তৈরি হয়। সূত্রের খবর, এদিন রাজ্যসভায় বিরোধী দলনেতা কংগ্রেসের গুলাম নবি আজাদের দফতরে বৈঠক বসেছিল। সেখানে উপস্থিত ছিল বিরোধী সমন্বয় কমিটির ৬ সদস্য-- কংগ্রেস, বাম, বিএসপি, তৃণমূল, ডিএমকে এবং জেডিইউ (শরদ যাদব গোষ্ঠী)।
প্রায় এক-ঘণ্টা ধরে বৈঠকের পর আজাদ জানান, এদিনেরটা প্রাথমিক বৈঠক ছিল। উপস্থিত সব দলের প্রতিনিধিরাই তাঁকে অনুরোধ করেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ১৮টি বিরোধী দলের সঙ্গে কথা বলতে। আজাদ বলেন, আমরা শীঘ্রই অন্যান্য দলের সঙ্গে কথা বলে পরিকল্পনা চূড়ান্ত করব।
সূত্রের খবর, আগামী ৮ নভেম্বর, নোট বাতিল বর্ষপূর্তির দিন দেশব্যাপী প্রতিবাদর ভাবনাচিন্তা করছে বিরোধীরা। সেখানে নোট বাতিলের ফলে দেশের অর্থনীতিতে যে ‘কুপ্রভাব’ পড়েছে, সেই বিষয়টি তুলে ধরা হবে। একইসঙ্গে, নোট বাতিলের ফলে দেশের কর্মসংস্থান কীভাবে ধাক্কা খেয়েছে, বিরোধীরা সেটাও হাতিয়ার করবে।
বৈঠকের পর তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন জানান, এদিন বিরোধী সমন্বয় কমিটির বৈঠক হয়েছে। সংসদের আগামী অধিবেশনের আগে ফের বসা হবে। আগামীকাল সেই পরিকল্পনা ঘোষণা করা হবে। তিনি জানান, এদিনের বৈঠকে নোট বাতিল, জিএসটি সহ দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
পাশাপাশি, তিনি যোগ করেন, এদিনের বৈঠকে জেডিইউ নেতা শরদ যাদবের বরখাস্তের দাবির প্রসঙ্গ নিয়েও আলোচনা হয়েছে। এবিষয়ে আগামীকাল উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে তাঁরা সকলে কথা বলবেন বলেও জানান ডেরেক। বস্তুত, দলের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করার জন্য শরদ যাদবকে রাজ্যসভা থেকে বরখাস্ত করার দাবি তুলেছে জেডিইউ।