ডোকলাম ইস্যুতে সরকারের পাশে থাকার কথা বললেও, হঠাৎ করেই প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়ে গেল, সরকারকে সেটা পর্যালোচনা করতে হবে বলে মন্তব্য করছেন ইয়েচুরি। অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলা নিয়েও তিনি সরকারকে আক্রমণ করেছেন। তাঁর দাবি, কোনও জঙ্গি সংগঠন এখনও কেন এই হামলার দায় স্বীকার করেনি, এই প্রশ্নের কোনও জবাব দিতে পারেনি সরকার। গোয়েন্দাদের সতর্কতাকে কেন গুরুত্ব দেওয়া হয়নি এবং তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া বাসটিকে কেন নিরাপত্তা ছাড়াই যেতে দেওয়া হল, এই প্রশ্নেরও জবাব চেয়েছেন ইয়েচুরি। তাঁর আরও দাবি, সরকারের ভুল নীতির জন্যই গত তিন বছরে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির অবনতি হয়েছে। সংখ্যালঘু ও দলিতদের উপর আক্রমণের ঘটনায় বোঝা যাচ্ছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার অবনতি হয়েছে। এটা অত্যন্ত গুরুতর বিষয়।