ডোকলাম ইস্যুতে সরকারের পাশে থাকার কথা বললেও, হঠাৎ করেই প্রতিবেশী দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়ে গেল, সরকারকে সেটা পর্যালোচনা করতে হবে বলে মন্তব্য করছেন ইয়েচুরি। অমরনাথ যাত্রীদের উপর জঙ্গি হামলা নিয়েও তিনি সরকারকে আক্রমণ করেছেন। তাঁর দাবি, কোনও জঙ্গি সংগঠন এখনও কেন এই হামলার দায় স্বীকার করেনি, এই প্রশ্নের কোনও জবাব দিতে পারেনি সরকার। গোয়েন্দাদের সতর্কতাকে কেন গুরুত্ব দেওয়া হয়নি এবং তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া বাসটিকে কেন নিরাপত্তা ছাড়াই যেতে দেওয়া হল, এই প্রশ্নেরও জবাব চেয়েছেন ইয়েচুরি। তাঁর আরও দাবি, সরকারের ভুল নীতির জন্যই গত তিন বছরে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির অবনতি হয়েছে। সংখ্যালঘু ও দলিতদের উপর আক্রমণের ঘটনায় বোঝা যাচ্ছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার অবনতি হয়েছে। এটা অত্যন্ত গুরুতর বিষয়। ডোকলাম ইস্যুতে সরকারকে পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে বিরোধীরা, জানালেন ইয়েচুরি
Web Desk, ABP Ananda | 15 Jul 2017 05:21 PM (IST)
নয়াদিল্লি: কূটনৈতিক আলোচনার মাধ্যমে ডোকলাম নিয়ে ভারত-চিন সংঘাত থামানোর বিষয়ে সরকারকে সবরকমভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে বিরোধী দলগুলি। আজ এমনই জানালেন সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি ফেসবুকে পোস্ট করেছেন, ‘চিনের সঙ্গে সীমান্ত বিরোধের বিষয়ে সরকার আমাদের সঙ্গে আলোচনা করেছে। কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার। আমরা এ বিষয়ে সরকারকে পূর্ণ সমর্থন করছি। আমরা দেশের স্বার্থে সব প্রতিবেশী দেশের সঙ্গে শান্তি বজায় রাখার পক্ষে।’