নয়াদিল্লি: ফেব্রুয়ারি-মার্চে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে ভোট। কেন্দ্রের বাজেট ঠিক তার আগে। বাজেটের পরেই ভোট হওয়াতে অভিযোগে সরব বিরোধী পক্ষ। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিরোধী দলগুলি। আজ সকাল ১১ টা নাগাদ কমিশনে যায় কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, জনতা দল ইউনাইটেড, রাষ্ট্রীয় জনতা দল সহ বেশ কয়েকটি বিরোধী দল। তৃণমূলের পক্ষ থেকে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সাংসদ ডেরেক ও ব্রায়েন, দীনেশ ত্রিবেদী ও সৌগত রায়। ভোট হবে জানা থাকা সত্ত্বেও পয়লা ফেব্রুয়ারি বাজেটের দিন ঠিক করার পিছনে অভিসন্ধি আছে, অভিযোগ কংগ্রেসের। বস্তুত এর আগে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার আগে বিষয়টি নিয়ে ভাবনা চিন্তার জন্য লিখিতভাবে নির্বাচন কমিশন এবং রাষ্ট্রপতির কাছে দরবার জানিয়েছিল বিরোধীদল গুলি।

কমিশন আগেই জানিয়েছে, বিরোধীদের এই দাবির ব্যাপারে বিবেচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।

যদিও অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন, বাজেট পেশ তো সাংবিধানিক প্রয়োজনীয়তা। বিরোধীদের খোঁচা দিয়ে তিনি বলেছেন, কয়েকটি বিরোধী দল নোট বাতিলের কোনও ইতিবাচক ফল নেই বলে দাবি করছে। তাহলে তারা বাজেটের দিন নিয়ে এত উদ্বিগ্ন কেন।