নয়াদিল্লি: ভারত-মার্কিন যৌথ বিবৃতির সমালোচনায় বিরোধীরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর জারি যৌথ বিবৃতিতে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে 'নতুন বা বড়সড়' কোনও ধারণা নেই বলে কটাক্ষ করেছে বিরোধীরা। শুধু তাই নয়,  ইসলামিক সন্ত্রাসবাদ নিয়ে আমেরিকার মতামতকেই কার্যত মেনে নিতে হয়েছে ভারতকে।বিরোধীদের অভিযোগ, যৌথ বিবৃতিতে ভারতের স্বার্থবাহী কিছুই নেই।


কংগ্রেস মুখপাত্র মণীষ তিওয়ারি বলেছেন, যৌথ বিবৃতিতে হতাশাজনক বললে কম বলা হয়। এতে নতুন কিছু নেই। পুরানো বিষয়ই উঠে এসেছে বিবৃতিতে। সম্পর্কের ক্ষেত্রে নতুন দিশা কিছুই নেই যৌথ বিবৃতিতে।

কংগ্রেস মুখপাত্র বলেছেন, ইসলামিক সন্ত্রাসবাদের ব্যাখ্যা সম্পর্কেও ট্রাম্প প্রশাসন ও ভারতের অবস্থান একই বিন্দুতে নেই।  তিনি বলেছেন, সীমান্ত পারের পাক মদতপুষ্ট সন্ত্রাসের যে ব্যাখ্যা ভারতের রয়েছে ট্রাম্পের ব্যাখ্যার সঙ্গে তার মিল নেই।

সিপিআই নেতা ডি রাজা মোদীকে নিশানা করে বলেছেন,সন্ত্রাসবাদ ও ইসলামকে এক করে দেখার যে নীতি আমেরিকার রয়েছে তা প্রধানমন্ত্রী ‘মেনে’ নিয়েছেন।

রাজার অভিযোগ, ট্রাম্পের সুরেই সুর মিলিয়েছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, যৌথ বিবৃতিতে মোদী ও ট্রাম্প সন্ত্রাসবাদ মোকাবিলায় গুরুত্ব দিয়েছেন। সন্ত্রাসের মোকাবিলায় এবং জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থলগুলি ভেঙে দেওয়ার কাজে দু’দেশই যৌথ ভাবে কাজ করবে বলে বৈঠক শেষে জানিয়েছেন মোদী। তাঁর পাশাপাশি ট্রাম্পও বলেন, ‘জঙ্গি সংগঠন ও মৌলবাদী মতাদর্শে মদতকারীদের উপড়ে ফেলতে উভয় দেশই দৃঢ়প্রতিজ্ঞ। কট্টরপন্থী ইসলামিক সন্ত্রাসবাদকে আমরা ধ্বংস করবই’।