নরসিংহপুর (মধ্যপ্রদেশ): বিরোধীরা নরেন্দ্র মোদী-ফোবিয়ায় ভুগছে, তারা শুধু তাঁকে প্রধানমন্ত্রী পদ থেকে সরাতে চায়, আর আমরা চাই অনেক কিছুর মতোই গরিবি, নিরাপত্তাহীনতা, বায়ুদূষণ থেকে মুক্তি। বললেন অমিত শাহ। ২৮ নভেম্বর মধ্যপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে এখানে নির্বাচনী জনসভায় কংগ্রেসকে নেহরু-গাঁধী পরিবারের চারটি প্রজন্ম নিজেদের শাসনকালে দেশের জন্য কী করেছে, তার তালিকা দিতে বলেন বিজেপি সভাপতি। তিনি বলেন, চার বছরে মোদী সরকার ১২৯টি উন্নয়ন প্রকল্প চালু করেছে। নেহরু-গাঁধী পরিবারের চারটি প্রজন্ম যখন দেশ চালিয়েছে, তখন কী করেছে, তার তালিকা দিক কংগ্রেস। রাহুল গাঁধীকে শ্লেষাত্মক কটাক্ষে বিঁধে তিনি বলেন, সাম্প্রতিক এক জনসভায় কংগ্রেস সভাপতি ২২ মিনিটের ভাষণে ৪৪ বার মোদীর নাম করেছেন। হতবাক হয়ে ভাবছি, উনি বিজেপি না কংগ্রেস, কার হয়ে প্রচার করছেন।
২০১৬-য় উরি সন্ত্রাসবাদী হামলার পাল্টা সীমান্তের ওপারে পাক অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদী ডেরায় ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের জন্য কেন্দ্রের সুখ্যাতি করে তিনি বলেন, উরিতে আক্রমণের পর গোটা দেশ ফুঁসছিল। মোদী সার্জিক্যাল হামলার নির্দেশ দেয়, আমেরিকা ও ইজরায়েলের পর ভারত হয় তৃতীয় দেশ যারা নিজেদের সেনা হত্যার বদলা নিয়েছে। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ভারতীয় অর্থনীতিকে ২০১৪ সালে বিশ্বের নবম স্থানে ফেলে রেখে যান, বিজেপি তাকে ষষ্ঠ স্থানে তুলে এনেছে বলেও দাবি করেন অমিত শাহ। বলেন, চলতি ভোট প্রক্রিয়া শেষ হয়ে যেতেই ভারত ব্রিটেনকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে উঠবে।