কানপুর: নোট ইস্যুতে ফের বিরোধীদের আক্রমণ করলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর অভিযোগ, অসাধুদের আড়াল করতে বিরোধীরা সংসদ ভণ্ডুল করেছে। এমনকী, দুর্নীতি ও কালো টাকা নিয়ে আলোচনা থেকেও পালিয়ে যায় বিরোধীরা বলে দাবি করেন মোদী।


সোমবার কানপুরে বিজেপির ‘পরিবর্তন র‌্যালি’-তে বক্তব্য রাখতে গিয়ে মোদী জানান, কিছু রাজনীতিবিদ এটিএমে দাঁড়ানো মানুষদের ‘উত্তেজিত’ করে তুলছে। কিন্তু, সাধারণ মানুষ ধৈর্য্য দেখিয়ে তাদের (রাজনীতিবিদদের) অভিসন্ধি বানচাল করে দিয়েছে। মোদীর দাবি, সাধারণ মানুষ বুঝে গিয়েছেন, দেশের বৃহত্তম স্বার্থে এই পদক্ষেপ প্রয়োজন ছিল।


মোদী জানান, সংসদের শীতকালীন অধিবেশনের আগে সর্বদল বৈঠকে লোকসভা ও বিধানসভা নির্বাচনকে একসঙ্গে করা এবং নির্বাচনে রাজনৈতিক দলের অনুদান নিয়ে সংসদে আলোচনা করার সুপারিশ করেছিলেন। কিন্তু, বিরোধীরা সংসদে কোনও আলোচনা হতে দেয়নি বলে দাবি করেন তিনি।


এদিন নাম না করে কংগ্রেস সহ বিরোধীপক্ষকে কটাক্ষ করে মোদী বলেন, আগে বিরোধীরা সংসদ ভণ্ডুল করত দুর্নীতিগ্রস্তদের উন্মোচন করার জন্য, কেলেঙ্কারি ফাঁস করার দাবিতে। কিন্তু এখন দেখা যাচ্ছে বিরোধীরা দুর্নীতিগ্রস্তদের আড়াল করতে সংসদ অচল করছে।


প্রধানমন্ত্রীর দাবি, তিনি হতাশ। তিনি বলেন, আমাদের নীতি হল দুর্নীতিমুক্ত দেশ গড়ার জন্য। কিন্তু, ওদের নীতি হল সংসদ বন্ধ করা। কংগ্রেসকে আক্রমণ করে তিনি আরও বলেন, কংগ্রেসের নেতারা হামেশাই বলেন, রাজীব গাঁধী এদেশে কম্পিউটার ও মোহাইল ফোন এনেছেন। আমি বলছি, সেই মোবাইলকে এবার ব্যাঙ্ক হিসেবেও ব্যবহার করা যাবে।