চেন্নাই: চেন্নাইয়ের রাজাজী হলে আজ শায়িত রাখা হয়েছিল জয়ললিতাকে। সেখানেই আম্মাকে শেষশ্রদ্ধা জানাতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে দেখে কার্যত কান্নায় ভেঙে পড়েন, তামিলনাড়ুর সদ্য শপথ নেওয়া মুখ্যমন্ত্রী পনিরসেলভম।
সোমবার রাতে জয়ললিতার মৃত্যুর সঙ্গে সঙ্গে কার্যত থমকে যায় চেন্নাই শহরের জনজীবন। আজ সকাল থেকে ভিড় ছিল চেন্নাইয়ের রাজাজী হলে। তাঁকে চোখের জলে শেষ বিদায় জানাতে উপস্থিত হয়েছিলেন আমজনতা থেকে দলের সমর্থকরা। আর এই হৃদয়বিদারক পরিস্থিতিতে আর পাঁচজন সাধারণ মানুষের মতোই কান্নায় ভেঙে পড়েন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীও।
প্রসঙ্গত, আজ যখন মোদী জয়ললিতাকে শেষশ্রদ্ধা জানিয়ে ফিরে আসেন, তখন তাঁকে দেখে কান্নায় ভেঙে পড়েন পনিরসেলভম। এরপর যখন মোদী নিজের গাড়ির দিকে এগিয়ে যান, তখনও ফের মোদীকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন মুখ্যমন্ত্রী। তাঁকে শক্ত হওয়ার আর্জি জানান প্রধানমন্ত্রী।
এরআগে জয়ার ঘনিষ্ঠ বান্ধবী শশীকলাও এই বিয়োগে কান্নায় ভেঙে পড়েন। তাঁকেও একইভাবে স্বান্তনা ও মনে শক্ত করার কথা বলেন মোদী।
‘আম্মা’র মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন পনিরসিলভম, স্বান্তনা দিলেন মোদী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Dec 2016 04:03 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -