হায়দরাবাদ: তেলঙ্গানায় সরকার গঠনে কেসিআরের তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) প্রয়োজনীয় সংখ্যার ঘাটতি থাকলে তাদের সমর্থনের ভাবনা পুরোপুরি খারিজ করছে না বিজেপি। আগামীকাল তেলঙ্গানা সহ ৫টি রাজ্যের বিধানসভা ভোটের ফলগণনা। তার প্রাক্কালে বিজেপির জাতীয় মুখপাত্র জিভিএল নরসিমা রাও আজ বলেন, অধিকাংশ বুথফেরত সমীক্ষায়ই তেলঙ্গানায় টিআরএসের ক্ষমতায় ফেরার ভবিষ্যদ্বাণী করা হয়েছে। মনে হয় তা মিলে যাবে। কিন্তু ত্রিশঙ্কু বিধানসভা হলে কী হবে? প্রশ্ন করা হলে রাও বলেন, এ নিয়ে কিছু বলা কঠিন, কেননা টিআরএসের কটা আসন কম থাকবে, সেটা এখনই বলা সম্ভব নয়। তারপরই তিনি বলেন, বিজেপির কংগ্রেস, আসাদুদ্দিন ওয়েইসির এমআইএমের সঙ্গে বোঝাপড়ার কোনও প্রশ্নই নেই। কংগ্রেসকে সরকার গঠন থেকে ঠেকাতে কেসিআরের হাত ধরায় আপত্তি না থাকার ইঙ্গিত দিয়ে রাও এও বলেন, বিজেপি অবশ্যই চায় তেলঙ্গানায় স্থায়ী সরকার হোক। ত্রিশঙ্কু পরিস্থিতি তৈরি হলে আমাদের দেখতে হবে, কাদের আমাদের সমর্থন প্রয়োজন। তবে কংগ্রেস বা এমআইএম অবশ্যই আমাদের সমর্থন পাবে না। ২০১৪-র নির্বাচনে অন্ধ্র্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টির (টিডিপি) সঙ্গে জোট করে পাঁচটি আসন জিতেছিল বিজেপি। এবার ৭ ডিসেম্বরের নির্বাচনে বিজেপি একাই লড়েছে। টিডিপি ঢুকেছে কংগ্রেস নেতৃত্বাধীন প্রজাকুটামি-তে যাতে সামিল তেলঙ্গানা জন সমিতি, সিপিআই-ও। গত শুক্রবারের এক্সিট পোলের ইঙ্গিত, এবারও তেলঙ্গানায় বিজেপির আসনসংখ্যা এক অঙ্কের ঘরেই থাকবে। রাও অবশ্য বলেন, আমাদের নিজেদের প্রত্যাশা, আসন সংখ্যা, ভোট শতাংশ-দুটোই উল্লেখযোগ্য ভাবে বাড়বে। রাওয়ের বক্তব্য, আমরা তেলঙ্গানায় ভোটে লড়েছি কংগ্রেস ও টিআরএস উভয়ের বিরুদ্ধেই। সুতরাং বিরোধী আসনে বসে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করতে পারলেই খুশি হব। মানুষ আমাদের সেই দায়িত্বই দেবে।