নয়াদিল্লি: শেষ পর্যন্ত এনডিটিভি ইন্ডিয়ার  বিরুদ্ধে একদিনের সম্প্রচার নিষেধাজ্ঞার নির্দেশ ‘স্থগিত’ রাখল সরকার। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, চ্যানেলটি নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত খতিয়ে দেখার আবেদন করায় এই পদক্ষেপ করেছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।


সূত্রের খবর, এনডিটিভি-র কো-চেয়ারম্যান প্রণয় রায় আজ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করে দাবি করেন, যে আন্তঃমন্ত্রী কমিটি তাঁদের চ্যানেলের সম্প্রচার একদিন বন্ধ রাখতে বলেছে, তারা সম্ভবত এই নিষেধাজ্ঞার ব্যাপারে এনডিটিভি-র অবস্থান সঠিক ভাবে বুঝতে পারেনি।  মন্ত্রকের জনৈক শীর্ষ  অফিসার বলেন, তিনি সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে বলেন, বিষয়টি খতিয়ে দেখার প্রক্রিয়া চলা পর্যন্ত নিষেধাজ্ঞা স্থগিত রাখা হোক। বেঙ্কাইয়া সেই আবেদন মেনে নেন। ঠিক হয়েছে, মন্ত্রক নিষেধাজ্ঞা রিভিউ করে দেখবে, ততদিন পর্যন্ত নিষেধাজ্ঞা স্থগিত থাকছে।

এনডিটিভি ইন্ডিয়ায় পঠানকোট জঙ্গি হামলা মোকাবিলায় নিরাপত্তাবাহিনীর অভিযানের যেভাবে কভারেজ করা হয়েছিল , তাতে নিরাপত্তা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সন্ত্রাসবাদীদের হাতে চলে যেতে পারত, বিপন্ন হতে পারত দেশের নিরাপত্তা, এই কারণ দেখিয়ে গত ২ নভেম্বর বেঙ্কাইয়ার মন্ত্রক জানিয়ে দেয়, আন্তঃমন্ত্রী কমিটির সুপারিশ মেনে ৯ নভেম্বর গোটা একটি দিন ওই চ্যানেলের সম্প্রচারে নিষেধাজ্ঞা থাকবে। তারা কোনও অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে না ওইদিন। প্রতিবাদের ঝড় ওঠে এর বিরুদ্ধে। সরকারকে নিশানা করে বিরোধীরা। পাল্টা জরুরি অবস্থার সময়কার বিধিনিষেধ, ইউপিএ জমানার উদাহরণ তুলে জবাব দেয় শাসক দলও।

জানা গিয়েছে, বেঙ্কাইয়া এনডিটিভি শীর্ষকর্তার সঙ্গে আলোচনায় বলেছেন, পূর্বতন ইউপিএ আমলে বিভিন্ন মিডিয়া সংগঠনকে দফায় দফায় পরামর্শ দেওয়া হয়েছিল। তারপরই মিডিয়ায়  সন্ত্রাস দমন অপারেশনের সম্প্রচার সংক্রান্ত রুল ৬ (১) (পি) গত বছর অন্তর্ভুক্ত হয়। সন্ত্রাস দমন অভিযানের সম্প্রচারে সংশ্লষ্ট নিয়ম লঙ্ঘনের উদাহরণ সরকারের নজরে এসেছে।

আরও পড়ুন:

সম্প্রচারে সরকারি নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে এনডিটিভি ইন্ডিয়া