গতকাল প্রায় সব একজিট পোলেই হিন্দি বলয়ের সবচেয়ে বড় রাজ্যে বিজেপি একক বৃহত্তম দল হিসাবে উঠে আসছে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। একটি পোলের হিসাব, বিজেপি সরকার প্রয়োজনীয় সংখ্যার অনেক বেশি আসন পাবে।
কিন্তু রামগোপালের দাবি, আমরা ১০০ শতাংশ নিশ্চিত, ভোটে জিতছি। সেইসঙ্গে তাঁর দাবি, আমার কাছে খবর আছে, কয়েকদিন আগে টিভি চ্যানেলগুলিকে চাপ দেওয়া হয়েছে, যাতে সমীক্ষায় পাওয়া প্রকৃত তথ্য অদল বদল করে একজিট পোলের ফল বিজেপির পক্ষে যাচ্ছে বলে দেখানো হয়।
তবে পাল্টা বিজেপি-র প্রশ্ন, সপা কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছে। অখিলেশজি বিএসপির সঙ্গে রফার কথা বলছেন। তাহলে কোন চাপের কথা বলছেন, রামগোপালজি?
প্রসঙ্গত, ২০১৫-র বিহার ও দিল্লি বিধানসভা নির্বাচনের আসল ফলাফলের সঙ্গে মেলেনি একজিট পোলের হিসেব-নিকেশ।